মারা গেলেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম

মারা গেলেন ‘চাঁদের আলো’ খ্যাত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান নির্মাতা শেখ নজরুল ইসলাম। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য নির্মাতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। শেখ নজরুল ইসলামের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা গাজী মাহবুব এবং ‘চাঁদের আলো’ চলচ্চিত্রের অভিনেত্রী রুমানা ইসলাম।  গাজী মাহবুব বলেন, 'বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম আমার ওস্তাদজি। তিনি ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ নভেম্বর রাত ১১টা ৩০ মিনিটে মারা যান।'  রবিবার (২৩ নভেম্বর) নিজ জেলা নাটোরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলেও জানান তিনি। পারিবারিক সূত্র জানায়, গত ১৬ নভেম্বর দুপুরে তিনি মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তাকে হাসপাতালে আইসিউতে নেওয়া হয়। চিকিৎসকেরা ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখলেও পুরোপুরি শারীরিক উন্নতি হয়নি। শনিবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য নির্মাতা।  ১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে জন্মগ্রহণ করেন শেখ নজরুল ইসলাম। পরে রাজশাহী বিশ

মারা গেলেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম

মারা গেলেন ‘চাঁদের আলো’ খ্যাত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান নির্মাতা শেখ নজরুল ইসলাম। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য নির্মাতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

শেখ নজরুল ইসলামের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা গাজী মাহবুব এবং ‘চাঁদের আলো’ চলচ্চিত্রের অভিনেত্রী রুমানা ইসলাম। 

গাজী মাহবুব বলেন, 'বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম আমার ওস্তাদজি। তিনি ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ নভেম্বর রাত ১১টা ৩০ মিনিটে মারা যান।' 
রবিবার (২৩ নভেম্বর) নিজ জেলা নাটোরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলেও জানান তিনি।

পারিবারিক সূত্র জানায়, গত ১৬ নভেম্বর দুপুরে তিনি মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তাকে হাসপাতালে আইসিউতে নেওয়া হয়। চিকিৎসকেরা ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখলেও পুরোপুরি শারীরিক উন্নতি হয়নি। শনিবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য নির্মাতা। 

১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে জন্মগ্রহণ করেন শেখ নজরুল ইসলাম। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এরপর জহির রায়হান ও খান আতাউর রহমানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে পথচলা শুরু করেন শেখ নজরুল ইসলাম। ১৯৭৪ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম সিনেমা ‘চাবুক’। দীর্ঘ ক্যারিয়ারে নির্মাণ করেছেন অসংখ্য সাড়া জাগানো চলচ্চিত্র।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow