মারা গেলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী

ভারতের ওড়িশার জনপ্রিয় কণ্ঠশিল্পী হিউম্যান সাগরের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতপ্রেমীদের হৃদয়ে। সোমবার  (১৭ নভেম্বর) রাতে  মাত্র ৩৫ বছর বয়সে ভুবনেশ্বরের এআইআইএমএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, গত ১৪ নভেম্বর হাসপাতালে ভর্তি হন হিউম্যান সাগর। তার দীর্ঘস্থায়ী লিভার ফেইলিউর, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশন, মাল্টিপল অরগান ডিসফাংশন, শ্বাসযন্ত্রের সমস্যাসহ নানা রোগ শনাক্ত হয়।  বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দক্ষ টিম সবরকম আধুনিক চিকিৎসা দেওয়ার পরও সাড়া পাননি। ১৭ নভেম্বর রাত ৯টা ৮ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।   গায়কের মৃত্যুতে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি শোক প্রকাশ করে মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, ‘বিখ্যাত প্লেব্যাক গায়ক হিউম্যান সাগরের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যু আমাদের সংগীত ও চলচ্চিত্র জগতের জন্য অপূরণীয় ক্ষতি। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। তার আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।’ ২০১২ সালে তরঙ

মারা গেলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী

ভারতের ওড়িশার জনপ্রিয় কণ্ঠশিল্পী হিউম্যান সাগরের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতপ্রেমীদের হৃদয়ে। সোমবার  (১৭ নভেম্বর) রাতে  মাত্র ৩৫ বছর বয়সে ভুবনেশ্বরের এআইআইএমএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, গত ১৪ নভেম্বর হাসপাতালে ভর্তি হন হিউম্যান সাগর। তার দীর্ঘস্থায়ী লিভার ফেইলিউর, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশন, মাল্টিপল অরগান ডিসফাংশন, শ্বাসযন্ত্রের সমস্যাসহ নানা রোগ শনাক্ত হয়। 

বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দক্ষ টিম সবরকম আধুনিক চিকিৎসা দেওয়ার পরও সাড়া পাননি। ১৭ নভেম্বর রাত ৯টা ৮ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।  

গায়কের মৃত্যুতে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি শোক প্রকাশ করে মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, ‘বিখ্যাত প্লেব্যাক গায়ক হিউম্যান সাগরের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যু আমাদের সংগীত ও চলচ্চিত্র জগতের জন্য অপূরণীয় ক্ষতি। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। তার আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।’

২০১২ সালে তরঙ্গ টিভির ‘ভয়েস অব ওড়িশা সিজন–টু’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে রাজ্যব্যাপী পরিচিতি লাভ করেন হিউম্যান সাগর। ২০১৫ সালে ‘ইশক তু হি তু’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। সিনেমাটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে আর রাতারাতি তারকা বনে যান এই গায়ক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow