মারা গেলেন ১৫ বছর বয়সে অভিষেক হওয়া সেই ক্রিকেটার

মাত্র ১৫ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় পাকিস্তানের সাবেক ওপেনার মোহাম্মদ ইলিয়াসের। সে সময় দারুণ এক ক্রিকেটার ছিলেন তিনি। অবশেষে জীবন যুদ্ধে হার মানলেন এই পাক ক্রিকেটার। সোমবার (১২ জানুয়ারি) না ফেরার দেশে পাড়ি জমান ইলিয়াস। মৃত্যুকালে এই ক্রিকেটারর বয়স হয়েছিল ৭৯ বছর। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, চেয়ারম্যান মহসিন নাকভি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং পাকিস্তান ক্রিকেটে তার অবদানের কথা স্মরণ করেছেন। পাকিস্তানের জার্সিতে ১০টি টেস্ট খেলেছেন ইলিয়াস। ১৯৬৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে করেন ক্যারিয়ারের একমাত্র টেস্ট সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্যারিয়ার খুব সমৃদ্ধ না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ার ছিল সমৃদ্ধ।  ১৯৬১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ৮২ ম্যাচে করেন ৪৬০৭ রান। গড় ছিল ৩৫.৭১। শেষ স্বীকৃত প্রথম শ্রেণির ম্যাচ খেলেন ১৯৭৫ সালে। মাত্র ১৫ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় মোহাম্মদ ইলিয়াসের। ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ায় একমাত্র টেস্টে পাকিস্তানের হয়ে তার অভিষেক।  খেলা ছাড়ার পর ইংল্যান্ড, স্কটল্যান্ড ও জিম্বাবুয়েতে ক্রিকেট খেলেছেন। পর

মারা গেলেন ১৫ বছর বয়সে অভিষেক হওয়া সেই ক্রিকেটার

মাত্র ১৫ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় পাকিস্তানের সাবেক ওপেনার মোহাম্মদ ইলিয়াসের। সে সময় দারুণ এক ক্রিকেটার ছিলেন তিনি। অবশেষে জীবন যুদ্ধে হার মানলেন এই পাক ক্রিকেটার। সোমবার (১২ জানুয়ারি) না ফেরার দেশে পাড়ি জমান ইলিয়াস। মৃত্যুকালে এই ক্রিকেটারর বয়স হয়েছিল ৭৯ বছর।

এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, চেয়ারম্যান মহসিন নাকভি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং পাকিস্তান ক্রিকেটে তার অবদানের কথা স্মরণ করেছেন।

পাকিস্তানের জার্সিতে ১০টি টেস্ট খেলেছেন ইলিয়াস। ১৯৬৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে করেন ক্যারিয়ারের একমাত্র টেস্ট সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্যারিয়ার খুব সমৃদ্ধ না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ার ছিল সমৃদ্ধ। 

১৯৬১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ৮২ ম্যাচে করেন ৪৬০৭ রান। গড় ছিল ৩৫.৭১। শেষ স্বীকৃত প্রথম শ্রেণির ম্যাচ খেলেন ১৯৭৫ সালে। মাত্র ১৫ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় মোহাম্মদ ইলিয়াসের। ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ায় একমাত্র টেস্টে পাকিস্তানের হয়ে তার অভিষেক। 

খেলা ছাড়ার পর ইংল্যান্ড, স্কটল্যান্ড ও জিম্বাবুয়েতে ক্রিকেট খেলেছেন। পরে পাকিস্তানে ফিরে বিভিন্ন সময়ে নির্বাচক হিসেবেও কাজ করেন। ২০১৪ সালে ছিলেন জুনিয়র নির্বাচক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow