বিখ্যাত মার্কিন গায়ক ও অভিনেতা ববি শারম্যান মারা গেছেন। সত্তর দশকের জনপ্রিয় এই তারকার মৃত্যুকালে বয়স হইয়েছিল ৮১ বছর।
মঙ্গলবার (২৪ জুন) তার মৃত্যু হয়েছে বলে স্যোশাল মিডিয়ায় জানান শারম্যান এর স্ত্রী ব্রিজিট পুয়েবলন শারম্যান।
ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তায় গায়কের মৃত্যুর খবরটি নিশ্চিত করে ব্রিজিট লেখেন, ‘আমার স্বামী ববি শারম্যান আজ আমাদের ছেড়ে চলে গেছেন। তার হাতে হাত রেখে তিনি... বিস্তারিত