মার্কিন নির্বাচন: বোমা মারার হুমকি দিয়ে জর্জিয়ায় নির্বাচনকর্মী গ্রেফতার
বোমা মারার হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে নিকোলাস উইমবিশ নামের এক নির্বাচনকর্মী গ্রেফতার হয়েছেন। স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের ওপর বোমা হামলার হুমকি দিয়ে চিঠি পাঠানো এবং গোয়েন্দা সংস্থা এফবিআই-এর কাছে মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২৫ বছরের জেল হতে পারে। বোমা হামলার হুমকি দেওয়া চিঠিটি তিনি এমনভাবে লিখেছেন যে দেখে মনে হয় সেটি কোনও ভোটার পাঠিয়েছেন। ২৫ বছর বয়সী উইমবিশ গত ১৬ অক্টোবর জর্জিয়ার গ্রে শহরের জোন্স কাউন্টিতে নির্বাচন কার্যালয়ে নির্বাচনকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেদিন একজন ভোটারের সঙ্গে তার বচসা হয়েছিল। পরদিন কাউন্টির প্রধান