মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

2 hours ago 3

রাশিয়া ইউক্রেনের সীমান্তের কাছে একটি এলাকায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। এবারের হামলা লক্ষ্যবস্তু ছিল মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (২১ আগস্ট) হামলাটি করা হয়। খবর রয়টার্সের।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনতে মার্কিন সহায়তা চেয়েছেন। এ আহ্বানে সাড়া দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাজে নেমেছেন। এরই মধ্যে বড় হামলায় চটেছেন জেলেনস্কি। তিনি বলছেন, রুশদের শান্তি আলোচনায় কোনো আগ্রহ নেই। 

রাতের এ আক্রমণে ৫৭৪টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। রাশিয়ার তার প্রতিবেশীর উপর পূর্ণ যুদ্ধের মধ্যে অন্যতম বড় আক্রমণ ছিল এটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় একজন ব্যক্তি নিহত এবং ২২ জন আহত হয়েছেন। ইউক্রেনের সুদূর-পশ্চিম জাকারপাটিয়া অঞ্চলে ইলেকট্রনিক্স প্রস্তুতকারকের স্টোরেজ সুবিধা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় তারা তাদের বেশিরভাগ হতাহত হন।

জেলেনস্কি এক্স-তে লিখেছেন, এটি একটি (কারখানা) নিয়মিত বেসামরিক ব্যবসা ছিল। আমেরিকান বিনিয়োগ দ্বারা সমর্থিত, কফি মেশিনের মতো দৈনন্দিন জিনিসপত্র তৈরি করত। তবুও এটি রাশিয়ানরা লক্ষ্যবস্তু করেছে। এটি খুবই আমলে নেওয়ার মতো একটি ঘটনা। 

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি মার্কিন তালিকাভুক্ত কোম্পানি ফ্লেক্স লিমিটেডের। কোম্পানির করপোরেট সদর দপ্তর টেক্সাসের অস্টিনে অবস্থিত। এর নিবন্ধিত অফিস অবস্থিত সিঙ্গাপুরে। কোম্পানিটি বিশ্বব্যাপী প্রযুক্তি, সরবরাহ শৃঙ্খল এবং উন্নত উৎপাদন অংশীদার হিসেবে কাজ করে। 

 

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ থামাতে বিশ্ব নেতারা তৎপর। একের পর এক বৈঠক হচ্ছে। কিন্তু হামলা থামছে না। ট্রাম্প-পুতিন বৈঠক চলাকালেও ইউক্রেনে হামলা হয়েছে। তখন ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে ৮৫টি আক্রমণাত্মক ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এসব কাজ উসকানিমূলক হিসেবে দেখছে কিয়েভ। 

Read Entire Article