মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা, আটক ১

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা হয়েছে। স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) দিনগত রাতে তার ওহাইও অঙ্গরাজ্যের বাসভবনে এই হামলা হয়। এ ঘটনায় এরই মধ্যে ‘সম্পত্তি ক্ষতিগ্রস্ত’ করার দায়ে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে ও তদন্ত শুরু হয়েছে। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, ঘটনার সময় ভ্যান্স ও তার পরিবার ওহাইওতে উপস্থিত ছিলেন না। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাসভবনের জানালাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র জানান, আটক ব্যক্তি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তিনি ভ্যান্সের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যক্তিগত বাসভবনের বাইরের অংশে জানালা ভাঙাসহ সম্পত্তি ক্ষতিসাধনের অভিযোগে আটক হন। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সিনসিনাটি পুলিশ বিভাগ এবং যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এ সময় অভিযোগ গঠনের বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। একজন ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে জানান, কর্তৃপক্ষ খতিয়ে দেখছে যে হামলাকারী ব্যক্তি ভ্যান্স বা তার

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা, আটক ১

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা হয়েছে। স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) দিনগত রাতে তার ওহাইও অঙ্গরাজ্যের বাসভবনে এই হামলা হয়। এ ঘটনায় এরই মধ্যে ‘সম্পত্তি ক্ষতিগ্রস্ত’ করার দায়ে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে ও তদন্ত শুরু হয়েছে।

মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, ঘটনার সময় ভ্যান্স ও তার পরিবার ওহাইওতে উপস্থিত ছিলেন না।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাসভবনের জানালাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র জানান, আটক ব্যক্তি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তিনি ভ্যান্সের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যক্তিগত বাসভবনের বাইরের অংশে জানালা ভাঙাসহ সম্পত্তি ক্ষতিসাধনের অভিযোগে আটক হন।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সিনসিনাটি পুলিশ বিভাগ এবং যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এ সময় অভিযোগ গঠনের বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে।

একজন ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে জানান, কর্তৃপক্ষ খতিয়ে দেখছে যে হামলাকারী ব্যক্তি ভ্যান্স বা তার পরিবারকে লক্ষ্য করে এ ঘটনা ঘটিয়েছেন কিনা। তবে তারা মনে করছেন না যে ওই ব্যক্তি ভাইস প্রেসিডেন্টের বাসভবনের ভেতরে প্রবেশ করেছিলেন।

সূত্র: সিএনএন, দ্য হিল

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow