মার্কিন সহায়তা স্থগিতে সিরিয়ার শিবিরে জীবন বিপন্ন

3 hours ago 5

মার্কিন সহায়তা স্থগিতের পর সিরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে মানবিক পরিস্থিতি খারাপ হতে পারে। হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সতর্ক করেছে, শিবিরগুলোতে পরিস্থিতি এখন ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’ হতে পারে।

উত্তর-পূর্ব সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত শিবিরে প্রায় ৫৬ হাজার ব্যক্তি আটক রয়েছে। এই বন্দিদের মধ্যে আইএস যোদ্ধা, তাদের স্ত্রী ও সন্তানরা রয়েছে। বেশিরভাগ বন্দি আল-হোল ও রোজ শিবিরে আটক। এই শিবিরগুলোতে মৌলিক পরিষেবা সরবরাহে সমস্যা হতে পারে, যা পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৪ জানুয়ারি ইউএসএআইডির সহায়তা বন্ধের নির্দেশ দেন। কিছু কার্যক্রম পরে পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হলেও, সহায়তা সংস্থাগুলো এখন অনিশ্চয়তায় রয়েছে। সহায়তা বন্ধ হলে জরুরি পণ্য সরবরাহ, যেমন কেরোসিন ও পানি অব্যাহত রাখা নিয়ে সমস্যা দেখা দিতে পারে।

আল-হোল শিবিরে ৪০ হাজার বন্দি রয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এইচআরডব্লিউ জানিয়েছে, এসব বন্দিদের বন্দিত্বের অবসান হওয়া উচিত। গবেষক হিবা জায়াদিন বলেছেন, হাজারো মানুষের জীবন এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছে। সূত্র: এএফপি।

Read Entire Article