মার্কিন সাম্রাজ্যবাদ যত দুর্বল হবে বিশ্ব তত নিরাপদ হবে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ।
গাজা সিটি দখলের জন্য ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (১৬ আগস্ট) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ফিলিস্তিন সংহতি কমিটি বাংলাদেশের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আনু মুহাম্মদ বলেন, দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদ যত দুর্বল হবে বিশ্ব তত নিরাপদ হবে। দেশে দেশে রাজতন্ত্রী শক্তিগুলো যত প্রতিরোধের সম্মুখীন হবে সারা বিশ্বের মানুষ, মধ্যপ্রাচ্যের মানুষ ততো নিরাপদ হবে।
তিনি বলেন, পুরো মধ্যপ্রাচ্যে গণতান্ত্রিক ব্যবস্থা যে দাঁড়াতে পারেনি, গণতান্ত্রিক অধিকার যে জনগণের নেই, সেটা সম্ভব হচ্ছে এই সাম্রাজ্যবাদের ঐক্যবদ্ধ ভূমিকার কারণে। বাংলাদেশে যারা ইসরায়েলের এই ভূমিকার শক্তি জোগাচ্ছে তাদের বিরুদ্ধে কণ্ঠ স্বোচ্চার করাটাই আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, দেশে দেশে এ লড়াইটা অব্যাহত রাখা প্রত্যেক দেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সে দায়িত্ব থেকেই ফিলিস্তিন সংহতি কমিটির পক্ষ থেকে আমরা সভা-সমাবেশ করছি। আমরা আশা করি এই সভা-সমাবেশগুলো আরও প্রবল হবে।
আনু মুহাম্মদ আরও বলেন, আরব দেশগুলোর নিষ্ক্রিয়তার কারণে মার্কিন সাম্রাজ্যবাদের সহযোগিতা নিয়ে ফিলিস্তিনে গণহত্যা চালানোর সুযোগ পাচ্ছে ইসরায়েল। আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ফিলিস্তিন হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। আমরা মার্কিন সাম্রাজ্যবাদ ও সৌদি আরবের ভূমিকার তীব্র নিন্দা জানাই।