মার্চ মাসটাই বাবা ছেলে নিয়ে নিয়েছে: বুবলী

2 days ago 6

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন ছিল গতকাল (২৮ মার্চ)। ৪৬ বছরে পা রাখা এ তারকা অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তার দুই ছেলে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর বিশেষ আয়োজন জন্মদিনটি পালন করেছে। সেকথা বীরের মা চিত্রনায়িকা বুবলী তার ফেসবুকে জানিয়েছেন।

শাকিবের সঙ্গে বীরের কেক কাটার কয়েকটি ছবি বুবলী তার ফেসবুকে প্রকাশ করেছেন। এর ক্যাপশনে লিখেছেন, ‘পুরো মার্চ মাসটাই বাবা ছেলে নিয়ে নিয়েছে জন্মদিনের সেলিব্রেশনে, মনে হয় যেনো এস কে মাস।’

 বুবলী

বুবলীর প্রকাশ করা এ ছবিতে দেখা যাচ্ছে, বাবা শাকিবকে জন্মদিনের কেক খাইয়ে দিচ্ছে বীর। সে সময় তারা খুনসুটিতে মেতেছেন। শাকিব বীরকে আদর করছেন। এ ছবি দেখে শাকিব-বুবলীর অনুরাগীরা ভীষণ প্রশংসা করছেন। পুষ্প নামের একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘বাবা ছেলের সুন্দর মুহূর্ত। ফ্রেমে বন্দি হয়ে গেলো চমৎকার সময়টা।’ মো. মামুন নামের একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ দারুণ একটা পিকচার।’

অন্যদিকে শাকিবের প্রথম সংসারের ছেলে আব্রাম খান জয়ও বাবার জন্মদিনে কেক কেটেছেন। সেই ছবি আব্রামের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ফেসবুকে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না, বাবা ছেলে এই এক অন্যরকম বন্ধন, যাকে বলে আত্মার বন্ধন, শুধুমাত্র দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন। বাবা ছেলে খুনসুটিতে মেতে ছিল জন্মদিনের সারাটা দিন।’

 বুবলী

এদিকে পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত দুই সিনেমা, ‘অন্তরাত্মা’ ও ‘বরবাদ’। এরই মধ্যে সিনেমাটি তার অনুরাগীদের মাঝে সাড়া ফেলেছে।

এমএমএফ/এএসএম

Read Entire Article