মালদ্বীপ গেলেন আসিফ

1 month ago 9

অনেকদিন পর আবার নিয়মিত বিদেশ সফর শুরু করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এ যাত্রায় শুরুতেই সংগীত পরিবেশন করতে মালদ্বীপ গেলেন তিনি। আজ (৬ আগস্ট) আসিফ দেশটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

আসিফ আকবর জানান, আগামী ৮ আগস্ট মালদ্বীপের হুলোমালে সিনথেটিক গ্রাউন্ডে গান শোনাবেন তিনি।

সম্প্রতি ‘যত ভালোবাসি তোরে’ নামে নতুন গান প্রকাশ পেয়েছে আসিফ আকবরের। রোমান্টিক ঘরানার গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল, সুর ও সংগীত করেছেন অমিত কর। গানের সঙ্গে মানানসই করে ভিডিওতেও ফুটিয়ে তোলা হয়েছে প্রেমের আবহ। নতুন গানটিও তিনি গাইবেন মালদ্বীপে।

এর আগে ১০ জুলাই প্রকাশিত হয়েছিল আসিফের আরেকটি গান ‘ভীষণ কান্না পায়’। গানটি লিখেছেন হাসানুজ্জামান মাসুম, সুর ও সংগীত করেছেন কিশোর দাশ। এই গানের ভিডিওতে নিজেই অংশ নিয়েছেন আসিফ। পরিচালনা করেছেন ইয়ামিন ইলান, ক্যামেরায় ছিলেন দিপু ইসলাম।

গত কোরবানির ঈদে আসিফ প্রকাশ করেছিলেন বিশেষ একটি দ্বৈত গান ‘মন যে ছুঁয়েছে মন’। সেখানে তার সঙ্গে গেয়েছেন ভারতীয় গায়িকা সাধনা সারগাম। লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন রাজা কাশেফ। ভিডিও নির্মাণে ছিলেন চন্দন রায় চৌধুরী এবং প্রযোজনায় ছিলেন সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ। এতে মডেল হিসেবে ছিলেন মৌরি মাহদি।

আসিফের ধারাবাহিক গান প্রকাশে তার ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। এখন দেখার পালা, নতুন গানগুলো কতটা জায়গা করে নেয় শ্রোতার মনে।

এমআই/এলআইএ/এমএস

Read Entire Article