মালদ্বীপ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সেলর মো. সোহেল পারভেজ, হাইকমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি­রা। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতির পাঠানো বাণী পাঠ করেন হাইকমিশনের ব্যক্তিগত কর্মকর্তা মো. হাবিবুর রহমান এবং প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন হাইকমিশনের কল্যাণ সহকারী মো. আল-মামুন পাঠান। পরে ১৯৭১ সালে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য দেন মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব, মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান এবং ব্যবসায়ী মো. সাজ্জাদ হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব তুলে ধরে ১৯৭১ সালে নিহত সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, স্বাধীনতা অর্জন ও দেশ গঠনে বুদ্ধিজীবীদের অবদান অনন্য; দেশের প্রতি

মালদ্বীপ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সেলর মো. সোহেল পারভেজ, হাইকমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি­রা।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতির পাঠানো বাণী পাঠ করেন হাইকমিশনের ব্যক্তিগত কর্মকর্তা মো. হাবিবুর রহমান এবং প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন হাইকমিশনের কল্যাণ সহকারী মো. আল-মামুন পাঠান। পরে ১৯৭১ সালে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য দেন মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব, মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান এবং ব্যবসায়ী মো. সাজ্জাদ হোসাইন।

মালদ্বীপ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব তুলে ধরে ১৯৭১ সালে নিহত সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, স্বাধীনতা অর্জন ও দেশ গঠনে বুদ্ধিজীবীদের অবদান অনন্য; দেশের প্রতিটি নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দেশপ্রেম ও দায়িত্ব­শীলতার সঙ্গে কাজ করলেই জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব।

হাইকমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও ভোটদানে অংশগ্রহণের গুরুত্ব উল্লেখ করেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে মালদ্বীপ প্রবাসীদের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন।

এমআরএম/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow