মালদ্বীপে একদিনে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

মালদ্বীপে একই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) পৃথক দুটি ঘটনায় রাজধানী মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত কামাল আহমেদ (৪৮) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জিলাদপুর গ্রামের মোহাম্মদ ইসাক মিয়ার ছেলে। ২০০৬ সালে কর্মসংস্থানের খোঁজে তিনি মালদ্বীপে যান। গত চার পাঁচ দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। অন্যদিকে, একই হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সেলিম উদ্দিন (৬৪)।  তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা থানার উত্তর বর্ণি গ্রামের মো. সাঈদ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে মালদ্বীপে কর্মরত ছিলেন সেলিম উদ্দিন। দুই প্রবাসীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও প্রবাসীদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া। তাদের পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফেরত পাঠাতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। এদিকে বাংলাদেশ হাইকমিশন ও প্রবাসীদের সহযোগিতায় তাদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মালদ্বীপে একদিনে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

মালদ্বীপে একই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) পৃথক দুটি ঘটনায় রাজধানী মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত কামাল আহমেদ (৪৮) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জিলাদপুর গ্রামের মোহাম্মদ ইসাক মিয়ার ছেলে। ২০০৬ সালে কর্মসংস্থানের খোঁজে তিনি মালদ্বীপে যান। গত চার পাঁচ দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। অন্যদিকে, একই হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সেলিম উদ্দিন (৬৪)। 

তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা থানার উত্তর বর্ণি গ্রামের মো. সাঈদ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে মালদ্বীপে কর্মরত ছিলেন সেলিম উদ্দিন। দুই প্রবাসীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও প্রবাসীদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া।

তাদের পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফেরত পাঠাতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। এদিকে বাংলাদেশ হাইকমিশন ও প্রবাসীদের সহযোগিতায় তাদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow