মালদ্বীপে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

1 month ago 6

বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় মালদ্বীপের বাংলাদেশ মিশনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করা হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়। দিবসটির গুরুত্ব তুলে ধরতে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং ঐতিহাসিক প্রেক্ষাপটসহ এর তাৎপর্য তুলে ধরা হয়।

মালদ্বীপে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আলোচনায় ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান ছিল বাঙালির গণতান্ত্রিক চেতনার প্রতীক। এই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকাও ছিল গৌরবোজ্জ্বল। তরুণ প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে।’

মালদ্বীপে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

অনুষ্ঠান শেষে জুলাই-আগস্ট মাসে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি ও উন্নয়ন কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

মালদ্বীপে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিশনের কর্মকর্তা-কর্মচারী, মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ও মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব বাবুল হোসেন, জহিরুল ইসলাম, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ প্রবাসী বাংলাদেশিরা।

এমআরএম/জেআইএম

Read Entire Article