মালদ্বীপে প্রতিদিন ভিড় জমাচ্ছেন প্রায় ৪ হাজার ভ্রমণকারী

3 hours ago 4

মালদ্বীপে পর্যটক আগমন নতুন মাইলফলক ছুঁয়েছে। পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে মোট ১৫ লাখ ২০ হাজার ৬৯৯ জন পর্যটক ভ্রমণ করেছেন।

চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত ৩৩ হাজার ৭৭৩ জন পর্যটক মালদ্বীপে এসেছেন। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৩.৬ শতাংশ বেশি। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার পর্যটক দেশটিতে প্রবেশ করছেন।

সরকার এ বছর ২৫ লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে। এরই মধ্যে ১৫ লাখ অতিক্রম করায় লক্ষ্য অর্জনের পথে অগ্রগতি হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

পর্যটন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী শীর্ষ তিন দেশ হলো— চীন: ২ লাখেরও বেশি পর্যটক, রাশিয়া: ১ লাখ ৮২ হাজারের বেশি, যুক্তরাজ্য: ১ লাখ ৩৬ হাজার ৬১৯ জন।

এমআরএম/জেআইএম

Read Entire Article