মালদ্বীপে ৫০ অবৈধ অভিবাসী আটক

3 months ago 23

মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ এবং পুলিশ সার্ভিসের যৌথ অভিযানে ৫০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। শনিবার (২৯ জুন) রাজধানী মালের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় বাজারসহ রাজধানী মালের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আটক অভিবাসীরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি।

অভিযানের সময় ৫০ জন অনথিভুক্ত অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে। তাদের সবাইকে ইমিগ্রেশনের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, শনিবারের অভিযানটি ইমিগ্রেশন নিজেই পরিচালনা করে। পরে পুলিশ সহযোগিতা করে।

শনিবার (২৯ জুন) মালদ্বীপ ইমিগ্রেশন সার্ভিস এবং পুলিশের যৌথ অভিযানে রাজধানী মালেজুড়ে স্থানীয় মার্কেট এবং অন্যান্য বাজারে অভিযান চালানো হয়। অভিযানে অন্তত ৫০ জন প্রবাসীকে আটক করা হয়েছে।

রোববার (৩০ জুন) এক্স-এর একটি পোস্টে জানানো হয়, প্রয়োজনীয় পারমিট ছাড়াই ব্যবসা পরিচালনা করা বা তাদের পারমিটের সুযোগের বাইরে ব্যবসা করতে নিয়োজিত ছিল আটকরা। আইন অনুযায়ী তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

এমআরএম/জেআইএম

Read Entire Article