মালবাহী লরি বিকলে ৬ কিলোমিটার যানজট

মালবাহী লরি বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে প্রায় ৬ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে যানবাহনচালক ও যাত্রীরা দীর্ঘক্ষণ চরম ভোগান্তি পোহাচ্ছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে এখন পর্যন্ত যানজট রয়েছে। জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মদনপুরের এশিয়ান হাইওয়ে অংশে একটি বড় মালবাহী লরি বিকল হয়। বিকল গাড়িটি সড়কে পড়ে থাকায় চলাচলরত যানবাহনগুলো আটকা পড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এদিকে হাইওয়ে পুলিশ দীর্ঘ একঘণ্টা ধরে রেকার দিয়ে গাড়িটি সরানোর চেষ্টা করার পরও এখনো সরানো সম্ভব হয়নি। মেঘনা যাবার পথে যানজটের ফলে কাঁচপুরে আটকে গেছেন ব্যবসায়ী শাহাবুদ্দীন। তিনি জানান, দীর্ঘ একঘণ্টা ধরে এক স্থানে থেকে আছেন তারা। গাড়ি চালকের বরাতে জানতে পেরেছে যে গাড়ি বিকলে যানজট সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে জানিয়েছেন, এশিয়ান হাইওয়ের দিকে একটি মালবাহী লড়ি বিকল হয়ে যানজট সৃষ্টি হয়েছে। আমরা দীর্ঘক্ষণ ধরে রেকার দিয়ে গাড়িটি সরানোর চেষ্টা করছি কিন্তু এখনো সম্ভব হয়নি। বর্তমানে কাঁচপুর হতে মদনপুর পর্যন্ত যানজট আছে। আমরা

মালবাহী লরি বিকলে ৬ কিলোমিটার যানজট

মালবাহী লরি বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে প্রায় ৬ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে যানবাহনচালক ও যাত্রীরা দীর্ঘক্ষণ চরম ভোগান্তি পোহাচ্ছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে এখন পর্যন্ত যানজট রয়েছে।

জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মদনপুরের এশিয়ান হাইওয়ে অংশে একটি বড় মালবাহী লরি বিকল হয়। বিকল গাড়িটি সড়কে পড়ে থাকায় চলাচলরত যানবাহনগুলো আটকা পড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এদিকে হাইওয়ে পুলিশ দীর্ঘ একঘণ্টা ধরে রেকার দিয়ে গাড়িটি সরানোর চেষ্টা করার পরও এখনো সরানো সম্ভব হয়নি।

মেঘনা যাবার পথে যানজটের ফলে কাঁচপুরে আটকে গেছেন ব্যবসায়ী শাহাবুদ্দীন। তিনি জানান, দীর্ঘ একঘণ্টা ধরে এক স্থানে থেকে আছেন তারা। গাড়ি চালকের বরাতে জানতে পেরেছে যে গাড়ি বিকলে যানজট সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে জানিয়েছেন, এশিয়ান হাইওয়ের দিকে একটি মালবাহী লড়ি বিকল হয়ে যানজট সৃষ্টি হয়েছে। আমরা দীর্ঘক্ষণ ধরে রেকার দিয়ে গাড়িটি সরানোর চেষ্টা করছি কিন্তু এখনো সম্ভব হয়নি। বর্তমানে কাঁচপুর হতে মদনপুর পর্যন্ত যানজট আছে। আমরা চেষ্টা করছি।

মো. আকাশ/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow