মালয়েশিয়ায় ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশ

1 month ago 7

হাজারো মালয়েশিয়ান নাগরিকের উপস্থিতিতে রাজধানী কুয়ালালামপুরের দাতারান মেরদেকা স্কয়ারে দখলদার ইসরাইল কর্তৃক নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ সমাবেশ রাত বাড়ার সাথে সাথে বিপুল জনসমাগম হয়।

সেক্রেটারিয়েট হিউম্যানিটি ফর গাজা (এইচ৪জি) এবং মালয়েশিয়ান উলামা অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচি রাত ১১টা পর্যন্ত চলে। অনুষ্ঠানে বক্তব্য, কবিতা পাঠ এবং গাজা থেকে বিশেষ লাইভ সম্প্রচার করা হয়।

দেশটির ডাংওয়াঙ্গি পুলিশ আগে থেকেই প্রায় ৫,০০০ মানুষের সমাগমের পূর্বাভাস দিয়েছিল। বিকেল ৩টা ৩০ মিনিট থেকে মালয়েশিয়ানরা জাতীয় মসজিদ ও সোগো শপিং কমপ্লেক্সে জড়ো হতে শুরু করে এবং পরে মিছিল নিয়ে দাতারান মেরদেকায় পৌঁছান।

সমাবেশে অংশগ্রহণকারীদের ফিলিস্তিনের পতাকা হাতে গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। “ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দিতে দিতে এবং ইসরায়েলের ধ্বংস কামনা করতে শোনা যায়। অন্যদের হাতে ছিল “প্যালেস্টাইন উইল বি ফ্রি” লেখা প্ল্যাকার্ড।

সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদ।

গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া গাজার যুদ্ধ দখলদার তেল আবিবের হামলায় এখন পর্যন্ত শিশুসহ প্রায় ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এমআরএম/এমএস

Read Entire Article