মালয়েশিয়ায় ই-কমার্স জালিয়াতি দমনে পরিচালিত বিশেষ অভিযানে বাংলাদেশি ও ইন্দোনেশিয়ানসহ ৭৯০ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
পুলিশ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত মালয়েশিয়ায় ই-কমার্স প্রতারণায় ৫৪.১ মিলিয়ন রিঙ্গিতের ক্ষতি হয়েছে, যা দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
বুকিত আমান বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের (জেএসজেকে) পরিচালক দাতুক রুসদি মোহাম্মদ ইসা জানান, ই-কমার্স জালিয়াতি দমনে জেএসজেকে ২ থেকে ১২ সেপ্টেম্বর ‘অপ মেরপাতি খাস বিল. ১/২০২৫’ নামে বিশেষ অভিযান চালায়।
অভিযানের মূল লক্ষ্য ছিল ই-কমার্সভিত্তিক অনলাইন প্রতারণা রোধ করা। এতে প্রতারণায় জড়িত সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। যারা প্রতারণার অর্থ লেনদেনে ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা, এটিএম কার্ড সরবরাহ ও টাকা উত্তোলনের মতো বেআইনি কার্যক্রম জড়িত ছিল।
বুকিত আমান জেএসজেকে সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে পরিচালক দাতুক রুসদি জানান, দণ্ডবিধির ৪২০ ধারায় (প্রতারণা) এসব মামলা তদন্তাধীন। অভিযানে প্রতারণামূলক লেনদেনে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা ৭৯০ জন ‘অ্যাকাউন্ট খচ্চর’ ও কল সেন্টার পরিচালনায় জড়িত ৩০ জনসহ মোট ৮২০ জনকে আটক করা হয়েছে।
এমএএইচ/এএসএম

 12 hours ago
                        4
                        12 hours ago
                        4
                    








 English (US)  ·
                        English (US)  ·