মালয়েশিয়ায় বিএসওএমের নতুন কমিটি ঘোষণা

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য (২০২৫–২৬) গঠিত এই কমিটি অনুমোদন দেন সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি (মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়) ও সাধারণ সম্পাদক আদিবা আহমেদ (ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া-ইউপিএম)। মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে টানা ছয় দিনব্যাপী ইন্টারভিউ সেশন শেষে শুক্রবার (১২ ডিসেম্বর) ১৫৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে মালয়েশিয়ার মোট ৪৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি: আসিফ রহমান, তৌপাজ্জল হোসাইন ও ফাওয়াজ রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক: মেহেদী হাসান, আশিকুর রহমান, খোকন আহমেদ ও আজোয়াদ করিম। সাংগঠনিক সম্পাদক: তাসবীর হোসাইন। যুগ্ম সাংগঠনিক সম্পাদক: ফাহাদ ইসলাম। ফাইন্যান্স সেক্রেটারি: সালমা আকতার। শিক্ষা বিষয়ক সম্পাদক: ইলা আকতার। যুগ্ম শিক্ষা সম্পাদক: আবিদা সুলত

মালয়েশিয়ায় বিএসওএমের নতুন কমিটি ঘোষণা

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

আগামী এক বছরের জন্য (২০২৫–২৬) গঠিত এই কমিটি অনুমোদন দেন সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি (মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়) ও সাধারণ সম্পাদক আদিবা আহমেদ (ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া-ইউপিএম)।

মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে টানা ছয় দিনব্যাপী ইন্টারভিউ সেশন শেষে শুক্রবার (১২ ডিসেম্বর) ১৫৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে মালয়েশিয়ার মোট ৪৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি: আসিফ রহমান, তৌপাজ্জল হোসাইন ও ফাওয়াজ রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক: মেহেদী হাসান, আশিকুর রহমান, খোকন আহমেদ ও আজোয়াদ করিম। সাংগঠনিক সম্পাদক: তাসবীর হোসাইন। যুগ্ম সাংগঠনিক সম্পাদক: ফাহাদ ইসলাম। ফাইন্যান্স সেক্রেটারি: সালমা আকতার। শিক্ষা বিষয়ক সম্পাদক: ইলা আকতার। যুগ্ম শিক্ষা সম্পাদক: আবিদা সুলতানা। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: সাইয়েরাহ জামান। মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি: সাওন আহমেদ।

এছাড়া ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জামানুল ইসলাম এবং যুগ্ম ক্রীড়া সম্পাদক হিসেবে সাকিব মিয়া ও সাব্বির রহমান। সাংস্কৃতিক সম্পাদক সাবরিনা সুচনা, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক ফারিয়া ইসলাম। আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক আল নাহিদ ও জারিন তাসনীম। ইভেন্ট অ্যান্ড পিআর সম্পাদক সুমাইয়া আকতার ও আদিবা চৌধুরী। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শরীয়তুল্লাহ।

নতুন কমিটি প্রসঙ্গে বিএসওএম সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি বলেন, পূর্ণাঙ্গ কমিটির প্রতিটি সদস্যই সংগঠনের শক্তি। এখান থেকে শিক্ষার্থীরা নেতৃত্ব, সংগঠন পরিচালনা, স্বেচ্ছাসেবক কার্যক্রম ও নেটওয়ার্কিংয়ের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে ইতিবাচক ভূমিকা রাখবে।

সাধারণ সম্পাদক আদিবা আহমেদ বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সহযোগিতাপূর্ণ, নিরাপদ ও ঐক্যবদ্ধ পরিবেশ তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রবাসে থেকেও শিক্ষার্থীরা যেন নিজেদের সংস্কৃতি, মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে এগিয়ে যেতে পারে-সে লক্ষ্যে আমরা কাজ করব।

২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) মালয়েশিয়ায় অধ্যয়নরত প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর প্রতিনিধিত্বকারী একটি অরাজনৈতিক সংগঠন। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গাইডলাইন, ক্রীড়া প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানামুখী কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে।

এমআরএম/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow