মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৯

6 days ago 11

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ট্রাফিক আইন অমান্য করে মোটরসাইকেল চালানোর অপরাধে ১৯ অবৈধ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাফিক পুলিশ ও জেপিজে যৌথ অভিযান চালিয়ে তকাদের গ্রেপ্তার করে। 

শনিবার (১৬ নভেম্বর) মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন (জেপিজে) এর একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ট্রাফিক আইন অমান্য করে মোটরসাইকেল চালানোর অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৯ জন ইন্দোনেশিয়ান নাগরিক, তিনজন বাংলাদেশি, চারজন ভারতীয় ও বাকি তিনজন অন্যান্য দেশের নাগরিক। বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ ছাড়া ১৪১ জন স্থানীয় নাগরিককে সন্দেহজনক হিসেবে ডোপ টেস্ট করা হয়। ডোপ টেস্টে ১৬ জনের পজেটিভ হলে তাদেরও গ্রেপ্তার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন (জেপিজে) অবৈধভাবে বসবাসের জন্য ১৯ বিদেশি কর্মীকে অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য তাদেরকে ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

Read Entire Article