‌‘মালোমা’র পর নতুন গান নিয়ে ফিরছেন সাগর দেওয়ান

2 weeks ago 8

কোক স্টুডিও বাংলার ‘মালোমা’ গানটি গেয়ে বেশ জনপ্রিয়তা পান অর্জন করেন সাগর দেওয়ান। এ গানটির পর অনেকেই এ শিল্পীর নতুন গানের অপেক্ষায় ছিলেন। এবার নতুন বছর উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সাগর দেওয়ান। ‘আহায় আহায়’ গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন শাদ শাহ।

সাগর দেওয়ান জানান, গানটির ভিডিও ধারণ করা হয়েছে সিলেটের মনোরম লোকেশনে। ভিডিও নির্মাণও করেছেন শাদ শাহ। সাগরের নিজস্ব ইউটিউব চ্যানেলে আগামী দু-একদিনের মধ্যে প্রকাশ হবে এ গানটি।

এ বিষয়ে শিল্পী বলেন, ‘আমি জানি শ্রোতাদের কিছুটা হলেও প্রত্যাশা তৈরি হয়েছে আমার প্রতি। সেদিক থেকে একটু সময় নিয়ে একাধিক নতুন গানের কাজ আমরা করেছি। যে গানটি নতুন বছর উপলক্ষে প্রকাশ হচ্ছে সেটির কথা-সুর ও সংগীত করেছেন শাদ শাহ। একেবারে নতুন আঙ্গিকে এ গানটি পাবেন শ্রোতা-দর্শক।’

শাদ শাহ বলেন, একটি মাটির গান আমরা করতে চেয়েছি, যেখানে কথা, সুর ও সংগীত প্রতিটি ক্ষেত্রেই সেরকম ছোঁয়া পাওয়া যাবে। আমার বিশ্বাস, গানটি প্রকাশ হলে সবার ভালো লাগবে।

এমআই/এলআইএ/এএসএম

Read Entire Article