মাল্টিপ্ল্যান মার্কেট দখলে রাখতেই ইমনের নামে মামলা

2 hours ago 4

পুলিশের খাতায় এখনও শীর্ষ সন্ত্রাসীদের একজন জামিনের পর জেল থেকে মুক্তি পাওয়া সানজিদুল হাসান ইমন। গত ১০ জানুয়ারি রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীর ওপর স্বশস্ত্র হামলা, কুপিয়ে জখম করার ঘটনায় ছেলে ইমন জড়িত নয় বলে দাবি করেছেন তার মা ডা. সুলতানা জাহান।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

এলিফ্যান্ট রোডে ওই হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে ইমনকে।

দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহতের ঘটনায় নতুন করে সামনে আসে অপরাধ জগতের দুই মাফিয়ার নাম। যারা এক সময় অপরাধ জগতের নিয়ন্ত্রক ছিলেন। তারা হলেন, শীর্ষ সন্ত্রাসী হাজারীবাগের সানজিদুল ইসলাম ওরফে ইমন ও মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল। গত ৫ আগস্ট পটপরিবর্তন পরবর্তী সময়ে গত ১৫ আগস্ট ইমন ও ১৬ আগস্ট পিচ্চি হেলাল কারাগার থেকে জামিনে বের হন।

দীর্ঘ ২৪ বছর কারাভোগের পর মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের বড় ভাই ওয়াহিদুল হাসান দীপু। যিনি গত ১০ জানুয়ারি আকস্মিক হামলার শিকার দুই ভুক্তভোগীর একজন। অপর শীর্ষ সন্ত্রাসী ইমনকে এক নম্বর আসামি করে দায়ের করা মামলার বাদী দীপু।

আরও পড়ুন:

ইমনের মা সুলতানা জাহানের দাবি, কারাগারে থাকা অবস্থাতেই শারীরিক নানা জটিলতার কারণে অসুস্থ ছিলেন ইমন। কারাগার থেকে জামিনে বের হওয়ার পর গত ডিসেম্বরে চিকিৎসার ব্যাংকক গেছেন ইমন। বর্তমানে ইমন থাইল্যান্ডে অবস্থান করছেন। নিজেদের স্বার্থ উদ্ধার ও মাল্টিপ্ল্যান মার্কেটে নিজের দখলে রাখার জন্য হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

নিজে অসুস্থ থাকার কারণে ইমনের মায়ের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লিটন মিয়া নামে আরেকজন।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১০ জানুয়ারি শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের হামলার ঘটনায় বিদেশে থাকা সানজিদুল হাসান ইমনকে জড়িয়ে মিথ্যা মামলা ও প্রচারণার প্রতিবাদ জানাচ্ছি ।

তিনি বলেন, আমার কর্মময় জীবনে আমি একজন চিকিৎসক। দীর্ঘ প্রায় ৪ দশকের ওপরে আমি মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের প্রধান ছিলাম। আমি আজ আমার বিদেশে থাকা সন্তান সানজিদুল হাসান ইমনকে জড়িয়ে মিথ্যা মামলা ও প্রচারণার প্রতিবাদ করতে আপনাদের সামনে হাজির হয়েছি।

লিখিত বক্তব্যে লিটন আরও বলেন, গত ১০ জানুয়ারি শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারে হামলার ঘটনা ঘটে। ঘটনা সূত্রে আমরা জেনেছি, কিছু সন্ত্রাসী হঠাৎ করেই রামদা ও চাপাতি বের করে একটি গাড়িতে হামলা করা ছাড়াও গাড়ির বাইরে থাকা আরেকজনকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। সন্ত্রাসী হামলায় একই মার্কেটের আরও দুজন কম্পিউটার ব্যবসায়ী আহত হয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। একই সঙ্গে এই ঘটনায় যারা জড়িত সেসব সন্ত্রাসীদের ও ঘটনার সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের অতিদ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।

সুলতানা জাহান বলেন, আমার সন্তান ইমন যদি তাদের কারো কাছে কখনো চাঁদা চেয়ে থাকে, তাহলে বিষয়টি এতদিনে পুলিশ, র্যাব, ডিবি, সেনাবাহিনীকে জানানো হয়নি কেনো? অথবা ফোন কলে তাদের কাছে চাঁদা চাওয়ার কল রেকর্ড যদি থাকে, তাহলে তা প্রশাসনের কাছে প্রেরণ করেনি কেনো? আমার সন্তান যদি স্ব-শরীরে চাঁদা দাবি করে থাকে, তাহলে তার সিসি ক্যামেরার ফুটেজ প্রশাসনের কাছে প্রেরণ করেনি কেনো?

তিনি বলেন, মামলার বাদী ওয়াহিদুল হাসান দীপু পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের আপন বড় ভাই। গত ৫ আগস্টের পর বসিলায় জোড়া খুনের ঘটনা তিনি নিজের হাতে ঘটিয়েছে বলে ঐ মামলার তদন্ত সূত্রে আমরা জেনেছি। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে মামলায় ১ নম্বর আসামি পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল এবং ২০০১ থেকে ২০০৬ সালের মোহাম্মদপুরের সাবেক ৪৬ ও বর্তমান ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি কমিশনার রাজু হত্যার ২নম্বর আসামি এই ওয়াহিদুল হাসান দিপু।

সুলতানা জাহানের দাবি, এলিফ্যান্ট রোডের মাল্টি প্ল্যান মার্কেটের সভাপতি নির্বাচনে শুধু একটা ফরম বিক্রি হয়েছে অন্য কাউকে ফরম কিনতে দেয়নি এই শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল।

তিনি সবাইকে হুমকি দিয়ে সভাপতি পদের ফরম কেনা থেকে বিরত রাখায় পরে ওয়াহিদুল হাসান দিপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কেটের সভাপতি পদে বিজয়ী হয়। আমাদের ধারণা, তিনি এই মার্কেটটি নিজের দখলে রাখার জন্য হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

ইমনের মা আরও বলেন, শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও তার ভাই ওয়াহিদুল হাসান দিপু আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি সংবাদ সম্মেলন থেকে প্রশাসন, প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে মাল্টিপ্যান মার্কেটে হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

টিটি/এসএনআর/জেআইএম

Read Entire Article