মালয়েশিয়ার কেদাহে অভিযান, ১২২ অভিবাসী আটক

21 hours ago 6

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পাদাং সেরাইয়ের পাদাং মেহা শিল্প এলাকায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ১২২ জন অভিবাসীকে আটক করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) পরিচালিত অপারেশন মাহির-এ স্থানীয় নাগরিকসহ মোট ২১৪ জনের নথিপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১২১ জন পুরুষ ও একজন নারী অভিবাসীকে আটক করা হয়। তাদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে।

আটকদের মধ্যে কোন দেশের কতজন আটক হয়েছেন তা ইমিগ্রেশন জানায়নি। আটকরা বর্তমানে বেলান্টিক ইমিগ্রেশন ডিপোতে রয়েছেন।

কেদাহ ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জাইন এক বিবৃতিতে জানান, অধিকাংশ অভিবাসীর কাছে বৈধ পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট পাওয়া যায়নি। অনেক পাসপোর্টের নিরাপত্তা স্ট্যাম্পও সন্দেহজনক বলে মনে করছে বিভাগ। কয়েকটি ক্ষেত্রে পাসপোর্টের তথ্য যাচাই এখনো চলমান।

তিনি বলেন, অভিযানে পাওয়া যায় যে, সংশ্লিষ্ট নির্মাণ কোম্পানি ও শ্রম সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে কোনো চুক্তিপত্র নেই। এ ছাড়া অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) কেবল কুয়ালালামপুরে অনুমোদিত কোম্পানির জন্য বৈধ হলেও এসব শ্রমিক কেদাহে কাজ করছিল।

ইমিগ্রেশন বিভাগ আরও জানিয়েছে, মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড (MDAC) সিস্টেমের মাধ্যমে ভ্রমণ রেকর্ড মিলিয়ে দেখা হচ্ছে। কারণ বেশিরভাগ পাসপোর্টে প্রস্থান-প্রবেশের স্ট্যাম্প থাকলেও গন্তব্যের সুনির্দিষ্ট তথ্য নেই।

মোহাম্মদ রিদজুয়ান বলেন, অভিযানে পালানোর চেষ্টা করা কয়েকজনের আচরণ অভিবাসীদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। অবৈধ অভিবাসীদের নিয়োগ বা সুরক্ষা দেওয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এ ছাড়া উদ্যোক্তা ও নিয়োগকর্তাদের সতর্ক করা হয়েছে যেন, তারা কেবল বৈধ নথিপত্রধারী শ্রমিক নিয়োগ দেন।

এএমএ/জেআইএম

Read Entire Article