জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক মো. নাহিদ ইসলাম আসন্ন ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন। এরপর চার দিনের জন্য তিনি চীন যাবেন। এ সফরে তিনি আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
কূটনৈতিক সূত্র জানায়, আগামী ২৬ আগস্ট ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা দেবে প্রতিনিধিদলটি। ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।
সফর উপলক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং সফরের সফলতা কামনা করেন। পরে ঢাকার চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায়।
সংবর্ধনা অনুষ্ঠানে নাহিদসহ এনসিপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, আসন্ন সফর বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করার একটি সুযোগ হবে।
এর আগে ১১ থেকে ১৫ জুলাই জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর করে। জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও বেইজিং সফরে যায়।
চীন সফরের আগে নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন। ওই সফরের আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স-মালয়েশিয়া চ্যাপ্টার।
তিন দিনের সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন। এ ছাড়াও, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে আলোচনা করবেন তিনি। সফরের সময় মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন নাহিদ ইসলাম।
সফরের উল্লেখযোগ্য অংশ হিসেবে একটি গ্র্যান্ড পাবলিক ইভেন্টের আয়োজন করা হবে, যেখানে ৩০০-র বেশি প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের আশা করা হচ্ছে। এ মহাসমাবেশে রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী এবং প্রবাসীরা উপস্থিত থাকবেন।