নতুন বছরে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট ও কনস্যুলার সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্যের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাইকমিশন জানায়, সর্বোচ্চ সেবা দিতে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য, পোস্ট অফিসের পাশাপাশি নতুন বছর ২০২৫ সালের শুরুতে ৪ ও ৫ জানুয়ারি, ইপোহ প্রদেশে এবং ১১ ও ১২ জানুয়ারি জোহর প্রদেশে পাসপোর্ট আবেদন গ্রহণ, হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস ও কনস্যুলার সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে বলা হয়, ৪ ও ৫ জানুয়ারি কাউন্সেলর দলের অস্থায়ী কার্যালয় সিবিএল মানিট্রান্সফার এসডিএন বিএইচডি, ১৬৫, জালান ওমর, সিতিয়াওয়ান পেরাক দারুল রিজওয়ান থেকে পাসপোর্ট ও কনস্যুলার সংক্রান্ত সেবাটি নেওয়ার জন্য ১ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
শনিবার (৪ জানুয়ারি) ও রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিবিএল মানি ট্রান্সফার অফিস থেকে সরাসরি পাসপোর্ট ও কনস্যুলার সেবা গ্রহণ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।
এছাড়া, ১১ জানুয়ারি শনিবার ও ১২ জানুয়ারি রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জহুর বাহরুর অগ্রণী রেমিট্যান্স হাউজ সরাসরি পাসপোর্ট ও কনস্যুলার সেবা গ্রহণ করা যাবে। সেবা গ্রহণের ক্ষেত্রে ৮ জানুয়ারির মধ্যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য অনলাইনে appointment.bdhckl.gov.bd এই ঠিকানায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তবে একই সঙ্গে ডাকযোগ এবং অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।
কাউন্সেলর দলের অস্থায়ী কার্যালয়ে উল্লিখিত সময়, স্থান ও তারিখে ই-পাসপোর্ট-এর জন্য আবেদনপত্র দাখিল করা যাবে। ই-পাসপোর্ট আবেদনপত্র দাখিলের জন্য ‘এক্সপার্ট সার্ভিসেস এসডিএন বিএইচডি’ (ইএসকেএল) এর হেল্পলাইন নম্বর ০৩-৯২১২০২৬৭ এ কল করে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।
কনস্যুলার সার্ভিসে যা যা থাকছে; পাসপোর্টে তথ্য সংশোধনী সংক্রান্ত পত্র, পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র, লেটার অব ইন্ট্রোডাকশন, পাসপোর্টের ফটোকপি সত্যায়ন, জন্ম নিবন্ধন সনদ সত্যায়ন, ট্রান্সফার অফ রেসিডেন্স বা দেশ ত্যাগের/পরিবর্তনের প্রত্যয়ন পত্র, অ্যাকাডেমিক সার্টিফিকেট বা শিক্ষা সনদ সত্যায়ন, ড্রাইভিং লাইসেন্সের সত্যায়ন এবং প্রত্যয়ন পত্র, আম-মোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি, পারিবারিক সম্পর্কিত পত্র বা রিলেশনশিপ লেটার, বৈবাহিক সনদ, নিকাহনামা এবং ডিভোর্স পেপার সত্যায়ন, মালয়েশিয়ান নাগরিক বিবাহের ক্ষেত্রে অবিবাহিত সনদ সত্যায়ন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কপি সত্যায়নসহ অন্যান্য সত্যায়নপত্র।
এমআরএম/এএসএম