মালয়েশিয়ায় ইমিগ্রেশন আইনে ১১৪ অভিবাসী দোষী সাব্যস্ত

3 hours ago 5

মালয়েশিয়ার জোহরের পন্টিয়ান বিশেষ সেশন আদালত ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ১১৪ জন অভিবাসী ও ১২ জন স্থানীয় নাগরিককে দণ্ড দিয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত শুনানিতে আসামিরা আদালতে নিজেদের দোষ স্বীকার করেন।

জোহর ইমিগ্রেশন বিভাগ তাদের সরকারি ফেসবুক পেজে জানায়, দোষীদের প্রত্যেককে ৩ হাজার থেকে ৫৫ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হয়েছে। পাশাপাশি অভিযোগের ধরন অনুযায়ী পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ডও দেওয়া হয়েছে। তবে কোন দেশের কতজন অভিবাসীকে দণ্ড দেওয়া হয়েছে তা উল্লেখ করেনি ইমিগ্রেশন বিভাগ।

বিভাগটির বিবৃতিতে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে- বৈধ পারমিট ছাড়া দেশে অবস্থান, কালো তালিকাভুক্ত হওয়ার পর পুনরায় দেশে প্রবেশ, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবস্থান এবং বিদেশি শ্রমিকদের অবৈধভাবে নিয়োগ দেওয়া।

সব মামলাই ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ অনুযায়ী দায়ের করা হয়েছে বলে জানায় জোহর ইমিগ্রেশন বিভাগ।

এএমএ/এএসএম

Read Entire Article