‘ব্যাচেলর পয়েন্ট’-এর দিনগুলো যেন আবার ফিরে এলো। পর্দার শুভ আর অন্তরার সেই খুনসুটি, সেই হাসি, সবকিছুই যেন জীবন্ত হয়ে উঠল মালয়েশিয়ার কুয়ালালামপুরে। ব্যাচেলর পয়েন্ট খ্যাত জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির আর ফারিয়া শাহরিনকে একসঙ্গে দেখে মনে হলো, পর্দার বাইরে গিয়েও তাদের রসায়ন অটুট। দূর দেশের ব্যস্ত নগরীতে তাদের এক ফ্রেমে পাওয়া যেন দর্শকের জন্য এক মিষ্টি নস্টালজিয়ার মুহূর্ত।
শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন অভিনেতা মিশু সাব্বির। ছবিগুলোতে দেখা যায়, মালয়েশিয়ার বুকিত বিনতাং এলাকায় অভিনেত্রী ফারিয়া শাহরিনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তিনি। নানা ভঙ্গিতে ছবি তুলেছেন এ জুটি।
আর ক্যাপশনে মিশু লেখেন, ‘অন্তরা যখন বিদেশ ঘুরে শুভর সঙ্গে।’ প্রকাশিত ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।