মালয়েশিয়ায় জমকালো আয়োজনে শেষ হলো এশিয়ান লিডার্স গালা

এশিয়া এক্সেলেন্স এন্ট্রাপ্রেনার ফেডারেশন (এইইএফ) আয়োজিত এইইএফ এশিয়ান লিডার্স গালা টুয়েন্টি টুয়েন্টি ফাইভ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শেষ হয়েছে। রোববার আয়োজিত গালা অনুষ্ঠানে এশিয়ার বিভিন্ন দেশের ৫০০-রও বেশি প্রভাবশালী উদ্যোক্তা, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে আয়োজিত এই গালা অনুষ্ঠান হয়ে ওঠে নেতৃত্ব, উদ্ভাবন ও সাংস্কৃতিক বিনিময়ের এক কৌশলগত মিলনমেলা। ‘ইউনিটি বিয়ন্ড বর্ডার্স’ বা সীমানার বাইরে ঐক্য স্লোগানকে সামনে রেখে এবারের আয়োজন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি বরং বৈশ্বিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের সময়েও এশিয়ার অগ্রগতিতে সহযোগিতাই নতুন দিক নির্দেশ করবে এ বার্তা স্পষ্টভাবে তুলে ধরে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে, এইইএফ মোট ৯১ জন নেতৃস্থানীয় ব্যক্তিত্বকে চারটি প্রধান অ্যাওয়ার্ডে সম্মানিত করে। এগুলো হলো, এশিয়ার ‘ব্র্যান্ডিং-এর নোবেল’ হিসেবে পরিচিত ১৩তম ইন্টারন্যাশনাল প্রেস্টিজ ব্র্যান্ড অ্যাওয়ার্ড, নৈতিক নেতৃত্বের প্রতীক ১৩তম এশিয়া অনেস্টি অ্যাওয়ার্ড, সফল ও অনন্য অবদানকারী নারী নেতাদের সর্বোচ্চ স্বীকৃতি ১৩তম গোল্ডেন ফিনিক্স অ্যাওয়ার্ড, দে

মালয়েশিয়ায় জমকালো আয়োজনে শেষ হলো এশিয়ান লিডার্স গালা

এশিয়া এক্সেলেন্স এন্ট্রাপ্রেনার ফেডারেশন (এইইএফ) আয়োজিত এইইএফ এশিয়ান লিডার্স গালা টুয়েন্টি টুয়েন্টি ফাইভ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শেষ হয়েছে।

রোববার আয়োজিত গালা অনুষ্ঠানে এশিয়ার বিভিন্ন দেশের ৫০০-রও বেশি প্রভাবশালী উদ্যোক্তা, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে আয়োজিত এই গালা অনুষ্ঠান হয়ে ওঠে নেতৃত্ব, উদ্ভাবন ও সাংস্কৃতিক বিনিময়ের এক কৌশলগত মিলনমেলা।

মালয়েশিয়ায় জমকালো আয়োজনে শেষ হলো এশিয়ান লিডার্স গালা

‘ইউনিটি বিয়ন্ড বর্ডার্স’ বা সীমানার বাইরে ঐক্য স্লোগানকে সামনে রেখে এবারের আয়োজন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি বরং বৈশ্বিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের সময়েও এশিয়ার অগ্রগতিতে সহযোগিতাই নতুন দিক নির্দেশ করবে এ বার্তা স্পষ্টভাবে তুলে ধরে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে, এইইএফ মোট ৯১ জন নেতৃস্থানীয় ব্যক্তিত্বকে চারটি প্রধান অ্যাওয়ার্ডে সম্মানিত করে। এগুলো হলো, এশিয়ার ‘ব্র্যান্ডিং-এর নোবেল’ হিসেবে পরিচিত ১৩তম ইন্টারন্যাশনাল প্রেস্টিজ ব্র্যান্ড অ্যাওয়ার্ড, নৈতিক নেতৃত্বের প্রতীক ১৩তম এশিয়া অনেস্টি অ্যাওয়ার্ড, সফল ও অনন্য অবদানকারী নারী নেতাদের সর্বোচ্চ স্বীকৃতি ১৩তম গোল্ডেন ফিনিক্স অ্যাওয়ার্ড, দেশের শীর্ষ ব্যবসায়িক নেতৃত্বকে সম্মাননা ১০ম মালয়েশিয়া টপ এন্ট্রাপ্রেনার অ্যাওয়ার্ড।

মালয়েশিয়ায় জমকালো আয়োজনে শেষ হলো এশিয়ান লিডার্স গালা

কেলান্তান রয়্যাল ফ্যামিলির টেংকু পুতেরি ইবতিশাম এবং টেংকু লং হাজলান অনুষ্ঠানটি সম্মানিত অতিথি হিসেবে শোভা বাড়ান, যা গালার গুরুত্ব ও আন্তর্জাতিক মর্যাদা আরও বৃদ্ধি করে। ফেডারেশন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে।

অনুষ্ঠানের শুরুতেই লেগাসি সিনি কালচারাল ড্যান্স ট্রুপের পরিবেশনায় মালয়েশিয়ার সমৃদ্ধ ঐতিহ্যের রঙিন উপস্থাপন আন্তর্জাতিক অতিথিদের মুগ্ধ করে। পরে ইয়েও সিউ চিন (গোল্ডেন ফিনিক্স কালচারাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত) মনোমুগ্ধকর কণ্ঠ পরিবেশনা উপহার দেন।

অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন, এইইএফ এর ওয়ার্ল্ড প্রেসিডেন্ট প্রফেসর ড. রবিন ট্যান, ইনটারন্যাশনাল উইমেন এক্সেলেন্স অ্যাসোসিয়েশন গোল্ডেন ফিনিক্স অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট ড. জেনি হুন, ড. ট্যান মূল্যবোধ ভিত্তিক নেতৃত্ব গঠনে এইইএফর ভূমিকা তুলে ধরেন, আর ড. হুন নারীর নেতৃত্বে আরও গতি আনতে আহ্বান জানান।

মালয়েশিয়ায় জমকালো আয়োজনে শেষ হলো এশিয়ান লিডার্স গালা

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব দাতুক আজমান আবিদিন, উপমন্ত্রী (উচ্চশিক্ষা) দাতুক মুস্তাফা সাকমুদ।

উল্লেখযোগ্য উপস্থিতদের মধ্যে ছিলেন, রাভিনা দেশরাজ শ্রেষ্ঠা, তানাকা সোনোমি, সান্দ্রা টু শাও জুন, ইয়ান টেক হো, প্রফেসর দাতিন উইরা ড. জ্যানেট লো, দাতুক উইরা লাই ডিক্স সন, জ্যাক তাই, ড. জোডনেস ট্যানসহ কেলান্তান রাজপরিবারের সদস্যরা।

প্রতি বছর আয়োজিত এশিয়ান লিডার্স গালা এখন এশিয়ার মধ্যে উচ্চপর্যায়ের নেটওয়ার্কিং, অংশীদারত্ব, নেতৃত্ব উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির অন্যতম শীর্ষ মঞ্চ হিসেবে বিবেচিত। সীমান্ত পেরিয়ে সামাজিক–অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে এ আয়োজন যুগান্তকারী ভূমিকা রাখছে।

এমআরএম/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow