মালয়েশিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

3 hours ago 4

মালয়েশিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১৯ জানুয়ারি) রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপির মালয়েশিয়া শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ড. আহমেদ বোরহান বলেন, জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হতো, যেখানে কাউকে শ্রমিক ভিসায় বিদেশ যেতে হতো না। বাংলাদেশ সোনার দেশে পরিণত হতো। দেশের উন্নয়নের কারণে বিদেশের মানুষ আমাদের দেশে কাজ করতে আসতো। তবে ভাগ্যের নির্মম পরিহাস, আমরা সেই স্বপ্নদ্রষ্টাকে অসময়ে হারিয়েছি।

মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা শহীদ উল্যাহ শহীদের সভাপতিত্বে ও মো. মেহেদি হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা আলহাজ্ব আলী হোসেন, শরীফুল ইসলাম শরীফ, যুবদল নেতা মোশারফ হোসেন প্রমুখ।

সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এসআইটি/জেআইএম

Read Entire Article