মালয়েশিয়ায় ব্যাপক অভিযান; ১৭৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার পর্যটনকেন্দ্র ক্যামেরুন হাইল্যান্ডে ইমিগ্রেশন বিভাগের ব্যাপক অভিযানে ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ জন বিদেশিকে আটক করা হয়েছে। সবুজ চা বাগান ও সবজি খামারের জন্য পরিচিত এই এলাকায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চারটি জোনে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ইমিগ্রেশন বিভাগের ৫৪৭ সদস্য ও অভিবাসন কর্মকর্তারা অংশ নেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানায়, অভিযানের সময় বেশিরভাগ বিদেশিকে সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত অবস্থায় পাওয়া যায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তারা টের পাননি। ফলে অভিযানের সময় পালানোর সুযোগও কেউ পাননি। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এক মাস আগে এ অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এলাকার বিভিন্ন সবজি খামার ও পার্বত্য অঞ্চলে বিদেশিদের ব্যাপকভাবে কাজে লাগানো হচ্ছে। এর ফলে স্থানীয় সমাজে উদ্বেগ বাড়ছে। পাহাড়ি এলাকা ও শহর থেকে দূরত্ব বেশি হওয়ায় অনেক বিদেশি রিসোর্ট এলাকায় বসবাস ও কাজ করছেন এবং স্থানীয় ব্যবসায়ীরাও তাদের নিয়োগ দিতে আগ্রহী। অভিযানে মোট ১,৮৮৬ জন
মালয়েশিয়ার পর্যটনকেন্দ্র ক্যামেরুন হাইল্যান্ডে ইমিগ্রেশন বিভাগের ব্যাপক অভিযানে ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ জন বিদেশিকে আটক করা হয়েছে। সবুজ চা বাগান ও সবজি খামারের জন্য পরিচিত এই এলাকায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চারটি জোনে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ইমিগ্রেশন বিভাগের ৫৪৭ সদস্য ও অভিবাসন কর্মকর্তারা অংশ নেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানায়, অভিযানের সময় বেশিরভাগ বিদেশিকে সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত অবস্থায় পাওয়া যায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তারা টের পাননি। ফলে অভিযানের সময় পালানোর সুযোগও কেউ পাননি।
ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এক মাস আগে এ অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এলাকার বিভিন্ন সবজি খামার ও পার্বত্য অঞ্চলে বিদেশিদের ব্যাপকভাবে কাজে লাগানো হচ্ছে। এর ফলে স্থানীয় সমাজে উদ্বেগ বাড়ছে। পাহাড়ি এলাকা ও শহর থেকে দূরত্ব বেশি হওয়ায় অনেক বিদেশি রিসোর্ট এলাকায় বসবাস ও কাজ করছেন এবং স্থানীয় ব্যবসায়ীরাও তাদের নিয়োগ দিতে আগ্রহী।
অভিযানে মোট ১,৮৮৬ জন বিদেশিকে যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিবাসন অপরাধে ৪৬৮ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ পাস, বৈধ ভ্রমণ নথিপত্র না থাকা এবং ভুয়া অস্থায়ী কাজের ভিজিট পাস ব্যবহার।
আটকদের মধ্যে ১৭৫ জন মিয়ানমারের নাগরিক, ১৭৪ জন বাংলাদেশি, ৬৭ জন ইন্দোনেশীয়, ২০ জন নেপালি, ১৬ জন পাকিস্তানি, ১১ জন ভারতীয় এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার একজন করে নাগরিক রয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং চারজন শিশু রয়েছে।
What's Your Reaction?