মালয়েশিয়ার ঐতিহাসিক প্রদেশ মালাক্কায় অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী ‘মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫’, যেখানে বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশের প্রতিষ্ঠান অংশ নেয়।
১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত আয়োজিত এ বর্ণাঢ্য উৎসবে খাদ্য ও পানীয়, হালাল ফ্যাশন, ট্যুরিজম, ওষুধ, প্যাকেজিংসহ মোট ৯টি ক্লাস্টারে ৪০০টি প্রদর্শনী বুথ স্থাপন করা হয়। মালাক্কা প্রাদেশিক সরকারের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো এই ফেস্টিভালের আয়োজন করে।
১৮ অক্টোবর উৎসবের উদ্বোধন করেন মালাক্কার মুখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা এবি রউফ বিন ইউসুহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী, মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী সিনেটর দাতো সেতিয়া ড. হাজী মোহাম্মদ নাঈম বিন হাজি মোখতার এবং ব্রুনাই, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের ধর্মবিষয়ক প্রতিনিধিদলসহ মালাক্কা রাজ্য সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা।
বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় আয়োজিত বুথে অংশ নেয় দেশের সুপরিচিত প্রতিষ্ঠান ‘প্রাণ’, যারা তাদের খাদ্য ও পানীয় পণ্যের বৈচিত্র্য প্রদর্শন করে ব্যাপক সাড়া তোলে। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রীসহ অতিথিরা বাংলাদেশের স্টল পরিদর্শন করেন।
এ সময় হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও তার সহধর্মিণী ফারজানা নাসরিন অতিথিদের স্বাগত জানান এবং বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য—তৈরি পোশাক, পাটজাত ও সিরামিক সামগ্রী, ওষুধ, চামড়া, প্লাস্টিক, খাদ্য ও পানীয়—পরিচিত করিয়ে দেন।
বাংলাদেশি পণ্যের গুণমান ও সম্ভাবনা তুলে ধরে হাইকমিশনার হালাল বাণিজ্য সম্প্রসারণে মালাক্কা সরকারের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও বাংলাদেশি প্রতিষ্ঠানকে এই মেলায় যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।
মালয়েশিয়ায় বাংলাদেশের পণ্যের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। এ প্রেক্ষাপটে হাইকমিশন কুয়ালালামপুরসহ বিভিন্ন প্রদেশে বাণিজ্য মেলায় অংশ নিয়ে বাজার সম্প্রসারণে সক্রিয় ভূমিকা রাখছে। ২০২৫ সালে এ পর্যন্ত হাইকমিশন চারটি আন্তর্জাতিক মেলায় অংশ নিয়েছে।
তথ্যপ্রদর্শনী ও সম্মাননা
বাংলাদেশের বুথে রপ্তানিযোগ্য পণ্যের পাশাপাশি প্রদর্শিত হয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’ (ঢাকা, ডিসেম্বর) সংক্রান্ত প্রকাশনা ও তথ্যচিত্র। প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসায়ী ও দর্শনার্থী বাংলাদেশের বুথে আসেন এবং আগ্রহ প্রকাশ করেন।
মেলার সমাপনী দিনে বাংলাদেশ হাইকমিশনকে তাদের সফল অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ আয়োজকরা সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, ‘প্রাণ’-এর তাওসিফ কবির (বিভাগীয় প্রধান, সাউথ ডিভিশন), মোহাম্মদ পারভেজ (আঞ্চলিক ম্যানেজার, মালাক্কা ও নেগেরি সেম্বিলান) এবং তারেকুর রহমান আকাশ (মার্কেটিং এক্সিকিউটিভ)।
এমআরএম