মালয়েশিয়ায় সাত বাংলাদেশিসহ গ্রেফতার ১৫

5 days ago 9

মালয়েশিয়ার কেলানতান রাজ্যের কোটাভারুতে অভিযান চালিয়ে সাত বাংলাদেশিসহ ১৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (১৫ জানুয়ারি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কেলানতানের ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে রাজ্যের ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান, এনফোর্সমেন্ট বিভাগের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে অভিযান চালিয়ে মিয়ানমার একজন, পাকিস্তানি একজন, বাংলাদেশি সাতজন, ভারতীয় চারজন এবং শ্রীলঙ্কান দুইজন নাগরিককে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬ (১) (সি) এর অধীনে গ্রেফতার করা হয়।

জনসাধারণকে বিদেশিদের যেকোনো অবৈধ কার্যকলাপের তথ্য দেওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান বলেন, পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতারদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

এমএএইচ/জেআইএম

Read Entire Article