মালয়েশিয়ায় একটি নির্মাণ প্রকল্পে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে স্থানীয় সুপারভাইজারের কথা কাটাকাটির জেরে দাঙ্গার সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫ বাংলাদেশিকে চারদিনের রিমান্ড দিয়েছেন স্থানীয় একটি আদালত।
স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০ থেকে ৫০ বছর বয়সী ১৫ বাংলাদেশির বিরুদ্ধে দণ্ডবিধির ধারা ১৪৮ এর অধীনে মামলায়, বুধবার (২২ জানুয়ারি) বালিক পুলাউ ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক চিয়া হুই তিং চারদিনের রিমান্ডের আদেশ দেন।
- আরও পড়ুন
কুয়েতে মানব পাচার-স্ট্যাম্প জালিয়াতিতে তিন বাংলাদেশি গ্রেফতার
৪০ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
রেমিট্যান্সযোদ্ধাদের জন্য পেনশন এবং গ্র্যাচুইটি সময়ের দাবি
আদালতের নির্দেশে ১৫ বাংলাদেশিকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং এ ঘটনা নিয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন, দেশটির পশ্চিমাঞ্চলীয় জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট সাজালি আদম।
আদালত সূত্র জানায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে একজন স্থানীয় সুপারভাইজার ও একজন বাংলাদেশির মধ্যে মতবিরোধের জেরে এই ঘটনা ঘটে। দুজনের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে দাঙ্গায় রূপ নেয় এবং নির্মাণ সাইটে কাজ করা একদল বাংলাদেশি শ্রমিক এতে জড়িয়ে পড়েন।
এ ঘটনায় একজন স্থানীয়র মাথায় আঘাত লাগে এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে দেশটির পুলিশ।
এমআরএম/জেআইএম