মালয়েশিয়ায় ১৬০ বাংলাদেশি কর্মীর কোম্পানি পরিবর্তন

2 weeks ago 19

মালয়েশিয়ায় ১৬০ বাংলাদেশি কর্মীর কোম্পানি পরিবর্তন করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) এসব কর্মীদের ৭ টি ভিন্ন ভিন্ন নতুন কোম্পানির অধীনে ডিপার্টমেন্ট অব লেবারের মাধ্যমে নিয়োগকর্তা পরিবর্তন করে হস্তান্তর করা হয়েছে।

মালয়েশিয়ার কাওয়াগুছি ম্যানুফেকচারিং কোম্পানির বাংলাদেশি কর্মীদের বকেয়া বেতন ও কর্মসংস্থান বিষয়ক সমস্যা সমাধানের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাকি কর্মীদেরও আগামী দুদিনের মধ্যে হস্তান্তর করা হবে বলে মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে। বাংলাদেশ হাইকমিশন সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্ব দিয়ে পুরো বিষয়টি তদারকি ও ডিপার্টমেন্ট অব লেবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

কাওয়াগুচি ম্যানুফেকচারিং এসডিএন বিএসডি নামে একটি কোম্পানিতে ২৫১ জন বাংলাদেশি কাজ করতেন।
কিন্তু কোম্পানি বকেয়া বেতন না দেওয়ায় ১৩ ডিসেম্বর রাতে কর্মীরা কর্মবিরতি ও কোম্পানির অফিস ঘেরাও করেন। খবর পেয়ে হাইকমিশনারের নির্দেশে রাত ১১টার দিকে হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সুমন চন্দ্র দাশের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল কোম্পানির অফিসে যায়। পুলিশ বিভাগের সদস্য, কোম্পানির কর্মকর্তা ও বাংলাদেশি কর্মীদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় ১৮ ডিসেম্বর পোর্ট ক্লাং লেবার কোর্টে দায়েরকৃত অভিযোগের শুনানি ভুক্তভোগী বাংলাদেশি কর্মী ও কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। শুনানি শেষে উভয়পক্ষের সম্মতিতে সমস্যা সমাধানের লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

লেবার কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো কর্মীদের মধ্যে যারা দেশে ফিরতে ইচ্ছুক, তাদের কোম্পানির ব্যবস্থাপনায় জানুয়ারি মাসে দেশে ফেরত পাঠানো এবং অন্যান্য কর্মীদের মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে মালিকানা পরিবর্তন করে নতুন কোম্পানিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

এসআইটি/জিকেএস

Read Entire Article