মালয়েশিয়ায় ১৮ বাংলাদেশিসহ ৪৩ অভিবাসী আটক

3 months ago 38

মালয়েশিয়ায় ১৮ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৪৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) পাহাং রাজ্যের কোয়ান্তান শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (১৪ জুন) পাহাং রাজ্যের ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বলছে, স্থানীয় জনসাধারণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে ১০৯ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা শেষে অভিবাসন আইনের শর্ত লঙ্ঘন করায় ৪৩ জনকে আটক করা হয়।

মালয়েশিয়ায় ১৮ বাংলাদেশিসহ ৪৩ অভিবাসী আটক

আটকদের মধ্যে ১৮ বাংলাদেশি, ৪ জন ইন্দোনেশিয়ান, মিয়ানমারের ১৮, ভারতের এক এবং পাকিস্তানের দুই নাগরিক রয়েছেন। আটক ব্যক্তিদের বয়স ২১-৫১ বছরের মধ্যে। তাদের রাজ্যের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ, অবৈধ অভিবাসীদের অবস্থানের তথ্য দিয়ে সহায়তার জন্য নেগেরি পাহাংয়ের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

এছাড়া যদি কোনো ব্যক্তি বা নিয়োগকর্তা অবৈধ অভিবাসীদের নিয়োগ করেন এবং তাদের সুরক্ষা প্রদান করেন তাদের বিরুদ্ধে আপস ছাড়াই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।

জেডএইচ/এএসএম

Read Entire Article