মালয়েশিয়ার কুলিমের দুটি কারখানায় অভিযান পরিচালনা করে ২৮ বাংলাদেশিসহ ৬৪ জন অভিবাসী কর্মীকে আটক করেছে কেদাহ ইমিগ্রেশন বিভাগ।
কেদাহ ইমিগ্রেশন পরিচালক রিদজুয়ান মোহাম্মদ জেইন এক বিবৃতিতে বলেছেন, বুধবার (১৩ আগস্ট), জনশক্তি বিভাগ (জেটিকে), জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), পরিবেশ বিভাগ (ডিওই) এবং সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) সহ অন্যান্য সংস্থা মিলে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, প্রথম অভিযানটি একটি ব্যাটারি কারখানায় চালানো হয়েছিল যেখানে ২১০ জন বিদেশিকর্মী নিযুক্ত ছিল। মোট ৩৪ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ১৬ জন বাংলাদেশি পুরুষ, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমারের একজন এবং ১৫ জন চীনা নাগরিক রয়েছেন।
অভিবাসন নিয়ন্ত্রণ ১৯৬৩ এর ৩৯(বি) ধারার অধীনে, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এর অধীনে তাদের আটক করা হয়েছে।
এদিকে, একই দিনে একটি প্লাস্টিক প্রক্রিয়াকরণ কারখানায় অভিযানে ৪২ জন বিদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে মিয়ানমারের ১২ জন পুরুষ এবং ৫ জন নারী, বাংলাদেশের ১২ জন পুরুষ এবং চীনের একজন পুরুষকে আটক করা হয়েছে।
অভিযানের সময়, বেশ কয়েকজন শ্রমিক জঙ্গল এবং সংলগ্ন কারখানায় পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আইন প্রয়োগকারী কর্মকর্তারা এলাকাটি ঘিরে ফেলায় তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়।
এমআরএম/এএসএম