মাস শেষে হাতে টাকা থাকছে না? এই ৫ কৌশল মেনে চলুন

1 hour ago 2

বেতন পাওয়ার দিনটা অনেকের কাছেই আনন্দের। মাসের প্রথম সপ্তাহে বাজার করা, ঘরের জরুরি খরচ মেটানো, বন্ধুদের সঙ্গে আড্ডা—সবকিছুতেই যেন খরচের বন্যা বইতে থাকে। কিন্তু মাসের মাঝামাঝি আসতেই টের পাওয়া যায়, টাকাপয়সা প্রায় শেষ হয়ে এসেছে। শেষ সপ্তাহে গিয়ে তো অবস্থা আরও বেহাল হয়ে দাঁড়ায়। পকেট ফাঁকা থাকে, নতুন কোনো খরচ সামলানোর সামর্থ্য থাকে না, আবার অনেক সময় ধারদেনার ফাঁদেও পড়তে হয়। এমন অবস্থায় সঞ্চয় করার কথা তো কল্পনাতেও আসে না।

আসলে এমন সমস্যায় পড়েন দেশের বেশির ভাগ বেতনভোগী মানুষই। একদিকে নিত্যপণ্যের দাম দিন দিন বাড়ছে, অন্যদিকে অপ্রয়োজনীয় খরচ কমানো যাচ্ছে না। ফলে মাসের শেষে এসে আর্থিক সংকট তৈরি হয়। অথচ কিছু সচেতনতা আর শৃঙ্খলা মেনে চললে এই সমস্যার সমাধান কঠিন কিছু নয়। মাসের শুরু থেকেই খরচ পরিকল্পনা করে চললে হাতে টাকা থাকবে, পাশাপাশি সঞ্চয়ের অভ্যাসও তৈরি হবে।

তাহলে সমাধান কী? খুব জটিল কিছু নয়। শুধু কয়েকটি সহজ কৌশল মেনে চললেই মাস শেষে আর্থিক টানাটানি থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন দেখে নেওয়া যাক, মাস শেষে হাতে টাকা রাখতে হলে কোন ৫টি অভ্যাস গড়ে তুলবেন—

১. মাসের শুরুতে বাজেট তৈরি করা

মাসের শুরুতেই বাজেট তৈরি করে নিন। বাসাভাড়া, খাবার, যাতায়াত, বিদ্যুৎ, পানি, জরুরি খরচ সেই অনুযায়ী খরচ করুন। মাসের শুরুতে আয় থেকে কিছু অংশ জমিয়ে রাখুন। সেই টাকা বাজেটের বাইরে প্রয়োজন না হলে খরচ করবেন না।

২. সাপ্তাহিক খরচ কমানো

সপ্তাহে অন্তত একটি দিন খরচবিহীন চালার চেষ্টা করুন। এ ছাড়া সাপ্তাহিক বাজার খরচ একটি তালিকার মাঝে সীমাবদ্ধ করে ফেলুন। মাছ মাংস রান্না না করে সপ্তাহে দুদিন মাছ, দুদিন মাংস, একদিন সবজি, একদিন ডিম ও আরেকদিন অন্য কিছুর ব্যবস্থা করুন। এতে খরচ নিয়ন্ত্রণে থাকবে।

৩. কেনাকাটায় সচেতন হওয়া

অনেকেই আছেন মাসের শুরুতেই উল্টাপাল্টা খরচ করেন। এটা না করে মাসের শুরুতে প্রয়োজনীয় তালিকা করে একসঙ্গে কিনুন, এতে মাসের অতিরিক্ত খরচ এড়ানো যায়। পাইকারি দামে বা ডিসকাউন্ট অফারে প্রয়োজনীয় জিনিস কিনলে খরচ কম হবে।

৪. প্রতিদিনের হিসাব রাখা

প্রতিদিন কত টাকা কোথায় খরচ হচ্ছে, সেটার হিসাব রাখুন। খাতা বা ফোনের নোট অ্যাপে খরচ লেখার অভ্যাস শুরু করুন। মাস শেষে কোন কোন খরচ ছিল অপ্রয়োজনীয়, খুঁজে বের করতে সহজ হবে। এটা করলে পরবর্তী মাস থেকে আপনি হয়তো আরও সচেতন হয়ে যাবেন।

৫. বাইরে খাওয়া কমিয়ে ফেলা

বর্তমানে বাইরে খেতে যাওয়া একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। মাসে একদিন রেস্তোরাঁয় খাবার খাওয়া যেতেই পারে। তবে সেটা প্রতিদিন না। রেস্তোরাঁয় অতিরিক্ত খাওয়া কমিয়ে এনে বাড়িতে তৈরি করে নিতে করতে পারেন। এতে টাকাও সাশ্রয় হবে, স্বাস্থ্যও ভালো থাকবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও মানি মেন্টরস

Read Entire Article