মাস শেষের আগেই পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা: ট্রাম্প

1 week ago 16

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মাস শেষের আগেই বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তিতে নজর দিচ্ছেন ট্রাম্প।

ফ্লোরিডার মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলন থেকে বের হয়ে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট এই তথ্য জানান।

এদিকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে যখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে তুরস্কে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন>

ইউক্রেনের যুদ্ধ শেষ করতেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় তিন বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাত চলছে। তবে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনকে ছাড়াই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা এই বৈঠকে অংশ নিয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে দুই পক্ষের নেতৃত্ব দেন।

রাশিয়া বলেছে, তাদের অগ্রাধিকার হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত শুরুর পর এটাই যুক্তরাষ্ট্র এবং রুশ কর্মকর্তাদের মধ্যে প্রথম বারের মতো মুখোমুখি বৈঠক।

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রয়োজন হলে জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে তার বৈধতা নিয়ে ফের প্রশ্ন উঠিয়েছে মস্কো।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

Read Entire Article