মাসের মাঝামাঝি নিরবচ্ছিন্ন হবে গ্যাস, ৪ দিনে উন্নতি হবে বিদ্যুতের

3 months ago 35

চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন এবং আগামী তিন-চার দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।

সম্প্রতি গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। গ্যাসের অভাবে শিল্প কারখানায় উৎপাদন কমেছে। একই সঙ্গে দেশজুড়ে বিশেষ করে গ্রামে লোডশেডিং হচ্ছে ।

প্রতিমন্ত্রী বলেন, 'পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা আশাবাদী আগামী ১৫-১৬ তারিখের (জুলাই) দিকে গ্যাস নিরবচ্ছিন্ন হয়ে যাবে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে বিদ্যুৎ আগের থেকে ভালো হবে।'

তিনি বলেন, 'এরইমধ্যে পায়রা বিদ্যুতকেন্দ্র চালু হয়ে গেছে। আবার বিদ্যুৎ দেওয়া শুরু হয়েছে। আদানি বিদ্যুৎ দেওয়া শুরু করেছে।'

ডলারের দামের তারতম্যের কারণে বিদ্যুতের উৎপাদন খরচ এবং বিক্রয় মূল্যের মধ্যে বড় একটা ফারাক রয়ে গেছে। বিতরণ কোম্পানিগুলো লোকসানে রয়েছে বলেও জানিয়েছেন নসরুল হামিদ।

আরএমএম/এসআইটি/জিকেএস

Read Entire Article