মাস্কের নতুন রাজনৈতিক দল নিয়ে কী বলছেন ট্রাম্প?

2 months ago 7

এক সময় বেশ ঘনিষ্ঠ থাকলেও এখন তাদের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্কের মধ্যে বোঝাপড়াটা আর আগের মতো নেই। এর মধ্যেই ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি এই দলের নাম দিয়েছেন ‘আমেরিকা পার্টি’।

কিন্তু ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি মোটেও ভালোভাবে দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমার মনে হয় তৃতীয় কোনো দল গঠন করা হাস্যকর। রোববার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দ্বি-পক্ষীয় রাজনৈতিক ব্যবস্থাই চলমান রয়েছে এবং আমি মনে করি তৃতীয় কোনো দল শুরু করা বিভ্রান্তি আরও বাড়িয়ে তুলবে।

কয়েক সপ্তাহ ধরে এই ধারণাটি নিয়ে আলোচনা করার পর মাস্ক গত সপ্তাহে একটি পোস্ট করেন যেখানে তিনি রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক ‌‌‘ইউনিপার্টি’ কে চ্যালেঞ্জ করার জন্য আমেরিকা পার্টি প্রতিষ্ঠা করার ঘোষণা দেন।

এর আগে ট্রাম্পের সদ্য পাস হওয়া কর হ্রাস ও ব্যয় বিলের তীব্র সমালোচনা করে মাস্ক বলেন, এই বিল আমেরিকাকে দেউলিয়া করে দেবে। শুক্রবার বিলটি আইনে পরিণত হওয়ার একদিন পর মাস্ক তার এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে লিখেন, আজ ‘আমেরিকা পার্টি’ গঠিত হলো, আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য।

এর আগে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কি না—এমন একটি জরিপ চালান মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় ১২ লাখ ভোট পড়ে, যার দুই-তৃতীয়াংশই নতুন দল চেয়েছে বলে জানান তিনি।

একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মাস্ক ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি পরিচালনা করেন, যার লক্ষ্য ছিল সরকারি ব্যয় হ্রাস। তবে নতুন বাজেট বিল নিয়ে দ্বিমতের জেরে দুজনের সম্পর্ক চরমে পৌঁছায়।

মাস্ক সরাসরি হুমকি দেন বিলটি যারা সমর্থন করেছেন তাদের নির্বাচনে হারাতে অর্থ ব্যয় করবো। উল্টো ট্রাম্পও পাল্টা হুমকি দিয়ে বলেন, মাস্কের টেসলা ও স্পেসএক্স কোম্পানিগুলোকে দেওয়া সরকারি ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে।

টিটিএন

Read Entire Article