মাহফিলে উসকানিমূলক বক্তব্য, কুমিল্লার আদালতে মামুনুল হক

3 months ago 36

২০২০ সালের একটি মামলার অভিযোগ গঠনের শুনানিতে কুমিল্লা আদালতে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

সোমবার (৮ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন আদালতে উপস্থিত হন।

জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন মামুনুল হকের আইনজীবী মো. জসিম উদ্দীন চৌধুরী।

আদালত সূত্র জনায়, ২০২০ সালের ১৫ ডিসেম্বর চান্দিনা উপজেলার জোয়াগ পশ্চিমপাড়ায় এক মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহফিলে মামুনুল হকের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আয়োজক কমিটি এবং অতিথিদের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর একটি মামলা করে পুলিশ। ওই মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়।

সোমবার এ মামলার অভিযোগ গঠনের দিন ছিল। সেই হিসেবে মামুনুল হকসহ অন্য আসামিরা উপস্থিত হয়েছেন।

আইনজীবী আরও বলেন, বিচারকের সামনে মামুনুল হক তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। তিনি এবং তার সংগঠনের নেতা খালেদ সাইফুল্লাহ নির্দোষ বলে জানিয়েছেন। পরে বিচারক মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/জেআইএম

Read Entire Article