নির্মাতা চয়নিকা চৌধুরী আর অভিনেতা মাহফুজ আহমেদের মধ্যকার রসায়ন মন্দ নয়। একজন ক্যামেরার পেছনে, অন্যজন সামনে। তাদের সর্বশেষ চমক ছিলো প্রেক্ষাগৃহে, ‘প্রহেলিকা’ সিনেমার দৌলতে। তারও আগে অসংখ্য নাটকে তারা এক হয়েছেন, ছড়িয়েছেন মুগ্ধতা।
এবার সেই মুগ্ধতার রেশ মিলছে একুশে বই মেলায়। যেখানে প্রকাশ হয়েছে চয়নিকা চৌধুরীর দ্বিতীয় উপন্যাস ‘অনুমতি প্রার্থনা’। প্রথম উপন্যাস... বিস্তারিত