মায়া

1 month ago 33

অনেক....ক্ষণ,
হবে হয়তো মিনিট ঘণ্টা বা ক’দিন
তোমার নিঃশ্বাস শুনিনি...

ঘুমন্ত চাঁদও কেমন রঙিন
সূর্যের চারপাশে ঘুরেও কেমন ক্লান্তিহীন
তোমার মতো না, আমার মতোও না
আমাদের মতো!

চারপাশে বেশ হৈ হুল্লোড় জয়জয়কার কখনো সাইরেন
টুকরো টুকরো কথার ভিড়ে সত্য মিথ্যার স্যালাইন
সব কিছু পেরিয়ে একটু থেমে গিয়ে
খানিকটা দৌড়িয়ে কখনো সাঁতরিয়ে
অবশেষে কঁচুরিপানা ছুঁয়ে যায়
জলে ভাসে, ডাঙায় পচে
শুধু হালকা বেগুনী ফুলগুলো স্নিগ্ধ হাসে

আর কিছুদূর চাইলে এগিয়ে যাওয়াই যায়
কিছুদূর উড়াল দিয়ে এরপর হাঁটা পথে মন ঠেকলো
রডোডেনড্রন এর দেশে
সেখানে রোজেলা পাখি ডাকে
পাহাড় সমুদ্র একসাথেই মেশে
পর্বত চূড়া গগনে বেড়ায় হেসে
হাওয়া উড়িয়ে নেয় ঝড়ের দেশে

বেশ অনেকটা মিথ্যাচার পেরিয়ে
সত্য ছোঁয়ার আশায়
দীর্ঘশ্বাস খাবি খায়।

কুলকুল শব্দে ঝর্ণাধারা আছড়ায়
ঝিরিঝিরি পাতা সুবাস বিলায়
অণুবীক্ষণ যন্ত্রের দৃষ্টি এড়ানো দায়,
নয়নে আঁখি, চোখ ধাঁধিয়ে দেয়
জাগতিক জীবন পিছে ফেলে অসীম মায়ায়
অনন্তলোকের যুগল যাত্রায়...

কে জানে কোন সে মায়া!
ভাঙা মন আবারো হাত বাড়ায়।।

এমআরএম/এমএস

Read Entire Article