মায়ের কবর জিয়ারত করে প্রচারণা শুরু করলেন বিএনপির প্রার্থী হারুন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের প্রার্থী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ মায়ের কবর জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।বৃহস্পতিবার বেলা ১২টায় বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে মায়ের কবর জিয়ারত করেন তিনি। সেখানে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে বিশেষ মোনাজাত শেষে ধানের শীষের প্রচারণা শুরু করেন।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. চাঁদ আলী খান, সদস্য সচিব সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, শরিফুল ইসলাম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খান, হোগলাডাংগী কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মীর আব্দুল বাতেন, মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়াও পাংশা উপজেলা পৌর ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রচার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের প্রার্থী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ মায়ের কবর জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার বেলা ১২টায় বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে মায়ের কবর জিয়ারত করেন তিনি। সেখানে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে বিশেষ মোনাজাত শেষে ধানের শীষের প্রচারণা শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. চাঁদ আলী খান, সদস্য সচিব সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, শরিফুল ইসলাম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খান, হোগলাডাংগী কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মীর আব্দুল বাতেন, মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়াও পাংশা উপজেলা পৌর ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রচারণায় অংশগ্রহণ করেন।
এর আগে পাংশা শাহজুই (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। দিনব্যাপী বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর, পাটিকাবাড়ী, মেঘনা, সেনগ্রামসহ ইউনিয়নের বিভিন্ন প্রান্তে ধানের শীষের প্রচারণা করেন বিএনপির প্রার্থী হারুন অর রশীদ।
What's Your Reaction?