মায়ের সঙ্গে পূজায় ইয়ালিনি

নভেম্বর এলে তিন বছরে পা দেবে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কন্যা ইয়ালিনি। অনেকদিন ধরেই ইয়ালিনির হাতেখড়ি নিয়ে শুভশ্রীকে প্রশ্ন করছিলেন অনুরাগীরা। অবশেষে এ বছর সরস্বতী পূজার শুভ সকালে মায়ের কোলে বসেই হাতেখড়ি হলো ছোট্ট ইয়ালিনির। লালপেড়ে সাদা শাড়ি, পায়ে আলতা, গলায় দক্ষিণী হার—সরস্বতী পূজার সকালে ইয়ালিনিকে যেন ছোট্ট প্রতিমার মতোই দেখা গেছে। প্রতি বছরের মতো এবারও রাজ চক্রবর্তীর অফিসে ধুমধাম করে সরস্বতী পূজার আয়োজন করা হয়। তবে এ বছর দিনটি আরও বিশেষ, কারণ একদিকে মেয়ের হাতেখড়ি, অন্যদিকে একই দিনে মুক্তি পাচ্ছে রাজের নতুন সিনেমা ‘হোক কলোরব’। রাজ চক্রবর্তী জানান, ইয়ালিনির প্রথমবার শাড়ি পরা এবং পায়ে আলতা দেওয়া নিয়ে পরিবারের সবাই খুব উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘প্রথমবার শাড়ি পরেছে। খুব উত্তেজিত। আবার আলতা পরেছে পায়ে। ঠাকুর মন্ত্র বলার আগে নিজেই ‘ওয়ান-টু’ বলতে শুরু করেছে।’ মেয়ের হাতেখড়ির পাশাপাশি ছবিমুক্তি ও পূজার আয়োজন—সব মিলিয়ে দিনটি ছিল পরিচালকের জন্য বেশ ব্যস্ত। অন্যদিকে, সরস্বতী পূজায় সবুজ শাড়িতে সেজে ছেলে ইউভানকে পাশে বসিয়ে পুষ্পাঞ্জলি দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই মুহূর্তগুলো ক্যামেরাবন

মায়ের সঙ্গে পূজায় ইয়ালিনি
নভেম্বর এলে তিন বছরে পা দেবে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কন্যা ইয়ালিনি। অনেকদিন ধরেই ইয়ালিনির হাতেখড়ি নিয়ে শুভশ্রীকে প্রশ্ন করছিলেন অনুরাগীরা। অবশেষে এ বছর সরস্বতী পূজার শুভ সকালে মায়ের কোলে বসেই হাতেখড়ি হলো ছোট্ট ইয়ালিনির। লালপেড়ে সাদা শাড়ি, পায়ে আলতা, গলায় দক্ষিণী হার—সরস্বতী পূজার সকালে ইয়ালিনিকে যেন ছোট্ট প্রতিমার মতোই দেখা গেছে। প্রতি বছরের মতো এবারও রাজ চক্রবর্তীর অফিসে ধুমধাম করে সরস্বতী পূজার আয়োজন করা হয়। তবে এ বছর দিনটি আরও বিশেষ, কারণ একদিকে মেয়ের হাতেখড়ি, অন্যদিকে একই দিনে মুক্তি পাচ্ছে রাজের নতুন সিনেমা ‘হোক কলোরব’। রাজ চক্রবর্তী জানান, ইয়ালিনির প্রথমবার শাড়ি পরা এবং পায়ে আলতা দেওয়া নিয়ে পরিবারের সবাই খুব উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘প্রথমবার শাড়ি পরেছে। খুব উত্তেজিত। আবার আলতা পরেছে পায়ে। ঠাকুর মন্ত্র বলার আগে নিজেই ‘ওয়ান-টু’ বলতে শুরু করেছে।’ মেয়ের হাতেখড়ির পাশাপাশি ছবিমুক্তি ও পূজার আয়োজন—সব মিলিয়ে দিনটি ছিল পরিচালকের জন্য বেশ ব্যস্ত। অন্যদিকে, সরস্বতী পূজায় সবুজ শাড়িতে সেজে ছেলে ইউভানকে পাশে বসিয়ে পুষ্পাঞ্জলি দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন রাজ নিজেই। পরিচালকের অফিসে ছিল বড় আয়োজন, ভোগের ব্যবস্থাও করা হয়। তবে সব আয়োজনের মধ্যমণি ছিল মেয়ে ইয়ালিনি। শাড়ি পরে চারদিকে ছোটাছুটি করে যেন পুরো অফিসটাই মাতিয়ে রেখেছিল সে। সব মিলিয়ে এবারের সরস্বতী পূজা রাজ-শুভশ্রীর পরিবারে ছিল দ্বিগুণ আনন্দের—একদিকে মেয়ের হাতেখড়ির আবেগ, অন্যদিকে রাজ চক্রবর্তীর নতুন সিনেমা ‘হোক কলোরব’ মুক্তির উৎসব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow