মায়ের সেবায় গুনাহ ঝরে

3 months ago 51
পৃথিবীর সবচেয়ে মধুর ডাক মা। মায়ের মতো আপন কেউ হয় না। ফুল-পাখি, নদী-ঝরনা কোনো কিছুই মায়ের মতো মায়াবি নয়। দুনিয়ার অনেক রং আছে, অনেক আলো আছে, অনেক জৌলুস আছে; তবে মায়ের মতো এত রং, এত আলো, এত জৌলুস আর কিছুতে নেই। জীবন যখন নিরানন্দ হয়ে ওঠে, হৃদয়ের জমিন যখন শুকিয়ে চৌচির হয়ে যায়, মা তখন আনন্দের বর্ষণ হয়ে সন্তানমন আকাশ ভিজিয়ে দেয়। যার মা নেই, তার সব থেকেও কিছু নেই। অন্যদিকে যার মা আছেন, দুনিয়ার বাদশাহি তার কদমে লুটায়। মা বেহেশতের রানী। মা আনন্দের খনি। মায়ের সেবার চেয়ে বড় কোনো ইবাদত নেই। একজন সাহাবি এসে নুর নবীজি (সা.)-কে জিজ্ঞেস করলেন, ওগো দয়াল নবী! আমার ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে
Read Entire Article