মায়ের সেবায় পাপ ঝরে যায়

3 days ago 9
পৃথিবীর সবচেয়ে মধুর ডাক মা। মায়ের মতো আপন কেউ হয় না। ফুল-পাখি-নদী-ঝরনা কোনো কিছুই মায়ের মতো মায়াবি না। দুনিয়ার অনেক রং আছে, অনেক আলো আছে, অনেক জৌলুস আছে; তবে মায়ের মতো এত রং, এত আলো, এত জৌলুস আর কিছুতে নেই। জীবন যখন নিরানন্দ হয়ে ওঠে, হৃদয়ের জমিন যখন শুকিয়ে চৌচির হয়ে যায়, মা তখন আনন্দের বর্ষণ হয়ে সন্তানের মন আকাশ ভিজিয়ে দেয়। যার মা নেই, তার সব থেকেও কিছু নেই। মায়ের সেবা অন্যতম ইবাদত। একজন সাহাবি এসে নুর নবীজিকে (সা.) জিজ্ঞেস করলেন, ওগো দয়াল নবী! আমার ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি অধিকার কার? নবীজি বলেন, তোমার মায়ের। সাহাবি জিজ্ঞেস করলেন, তারপর কার? নবীজি বলেন, তোমার মায়ের। সাহাবি আবার
Read Entire Article