রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এসময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
শুক্রবার (১১ জুলাই) রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের মিছিলটি টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রোকেয়া হলের সামনে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ঢাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান বলেন, মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটি দেখে আমরা মর্মাহত, লজ্জিত এবং শঙ্কিত। আমরা বার বার বলে এসেছিলাম যে, বাংলাদেশে কোনো ব্যক্তি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে সে যদি দলের হয়, তাহলে সে দলীয় সন্ত্রাসী, সে যদি ব্যক্তিগতভাবে অন্যায় করে তাহলে ব্যক্তিগত অন্যায়।
তিনি আরও বলেন, আমরা জাতীয়তাবাদী দল বিভিন্নভাবে কঠোর হয়েছি এসব বিষয়ে। তারপরও যারা এ ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছে এবং নৃশংসভাবে একজন মানুষকে তার মৃত্যু নিশ্চিত করার আগ পর্যন্ত যেভাবে তার ওপর পাথর দিয়ে আঘাত করা হয়েছে, ইট দিয়ে আঘাত করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি।
এফএআর/জেডএইচ/