মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ইউন চ্যাম্পিয়নের সমঝোতা সই

2 hours ago 4

আধুনিক অনলাইনভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন (এমসিএম) সেবা সংক্রান্ত বিষয়ে মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে ইউন চ্যাম্পিয়ন (বিডি) লিমিটেড।

গত ১২ জানুয়ারি নীলফামারীর উত্তরা ইপিজেডে সনিক গ্রুপের প্রধান কার্যালয়ে এ সমঝোতা চুক্তি সই হয়। ইউন চ্যাম্পিয়ন সনিক গ্রুপের একটি অঙ্গ-প্রতিষ্ঠান।

মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান এবং ইউন চ্যাম্পিয়ন (বিডি) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সনিক গ্রুপের চেয়ারম্যান বেঞ্জামিন চি ইউ ওং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

সমঝোতা চুক্তির আওতায় ইউন চ্যাম্পিয়ন (বিডি) লিমিটেড তাদের প্রতিদিনের ব্যবসায়িক ব্যাংকিং এবং নগদ লেনদেন কার্যক্রম পরিচালনার জন্য মিডল্যান্ড ব্যাংকের আধুনিক অনলাইনভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন ‘মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম)’ অ্যাপ্লিকেশন ব্যবহার করবে।

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাবেদ তারেক খান, ভাইস প্রেসিডেন্ট মাজিদুল হক পাটোয়ারী, সিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. হাসিবুর রহমান এবং ইউন চ্যাম্পিয়নের ডিরেক্টর সু ইয়ংবউ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স) শোয়েব আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উইন চ্যাম্পিয়ন (বিডি) লিমিটেড একটি বিদেশি বিনিয়োগ হোল্ডিং কোম্পানি হিসেবে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। এটি প্রাথমিকভাবে ব্যবসা, নির্মাণ ও উৎপাদন কার্যক্রমে নিযুক্ত এবং উইনলি হারবার লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহায়ক সংস্থা।

বিএ/এমএস

Read Entire Article